IQNA

সর্বোচ্চ নেতা:

ইরানের ইসলামি বিপ্লবের প্রধান লক্ষ্য হচ্ছে ইসলামি সভ্যতার বিকাশ সাধন

22:43 - April 25, 2016
3
সংবাদ: 2600667
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, ইসলামি বিপ্লবের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ইসলামি সভ্যতা প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য ইসলামি-ইরানি উন্নয়ন মডেল তুলে ধরতে হবে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী বলেছেন যে,
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ (সোমবার) ইসলামি-ইরানি উন্নয়ন মডেল কেন্দ্রের উচ্চ পরিষদের সদস্যদের সঙ্গে সাক্ষাতে বলেন: ইরানের ইসলামি বিপ্লবের প্রধান লক্ষ্য হচ্ছে ইসলামি সভ্যতার বিকাশ সাধন। ইসলামি সভ্যতা প্রতিষ্ঠার অর্থ দেশ জয় করা নয় বরং এর অর্থ হলো অন্য জাতিগুলো চিন্তাগতভাবে ইসলাম ধর্মের মাধ্যমে প্রভাবিত হবে।
তিনি বলেন, ইসলামি সরকার হতে হবে পরিপূর্ণভাবে ইসলামি আদর্শ ও মানদণ্ড ভিত্তিক। তিনি বলেন, যতদিন পর্যন্ত ইসলামি সরকার প্রতিষ্ঠার পর্যায়টি পুরোপুরিভাবে সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত ইসলামি সমাজ প্রতিষ্ঠার ধাপে পৌঁছা সম্ভব নয়। ইসলামি সভ্যতা প্রতিষ্ঠার জন্য পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন: বর্তমান বিশ্বে বিদ্যমান উন্নয়ন মডেল স্বাধীনতা ও ন্যায়বিচারের মতো মূল্যবোধগুলো প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।
iqna


প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আলী
0
0
ধন্যবাদ
brddwyjy
0
0
20
ydwmvyfc
0
0
20
captcha