IQNA

পর্যটকদের আকৃষ্ট করছে পাকিস্তানের "শাহ ফয়সাল" মসজিদ + ছবি

20:40 - June 20, 2016
সংবাদ: 2601029
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মারাগুলা নামক এলাকায় "শাহ ফয়সাল" মসজিদ পরিদর্শনের জন্য প্রতিদিন পর্যটকদের ভিড় জমছে।
পর্যটকদের আকৃষ্ট করছে পাকিস্তানের
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মারাগুলা এলাকায় "শাহ ফয়সাল" মসজিদটি ইসলামী স্থাপত্যের কারণে পর্যটক স্পটে পরিণত হয়েছে।
"শাহ ফয়সাল" মসজিদের কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্র, শনি ও রবিবার (১৭ই জুন থেকে ১৯ই জুন) পর্যন্ত মসজিদ পরিদর্শনের জন্য প্রতিদিন গড়ে ২০ হাজার পর্যটক উপস্থিত হয়েছে।
সবুজ পাহারের মধ্যে এই মসজিদ দেখার জন্য দেশী ও বিদেশী পর্যটকগণ উপস্থিত হচ্ছে।
"শাহ ফয়সাল" মসজিদের খাদেম ও মসজিদের লাইব্রেরীর কর্মকর্তা 'কারি গুলজার আহমেদ মাদানী' বলেন: 'দাওয়াত' নামক একাডেমী এই মসজিদরে লাইব্রেরী নির্মাণ করেছে। উক্ত লাইব্রেরী ধর্মীয় ও ইতিহাসের আলোকে সহস্রাধিক গ্রন্থ রয়েছে।
তিনি বলেন: প্রতিদিন শতাধিক মানুষ লাইব্রেরীতে এসে বিভিন্ন গ্রন্থসমূহ অধ্যয়ন করে।
আহমেদ মাদানী আরও বলেন: মসজিদের ভিতের বিশেষ ডিসকাউন্টে গ্রন্থ বিক্রয় করার জন্য একটি দোকান খোলার সিদ্ধান্ত নিয়েছে দাওয়াত একাডেমী।
Iqna


ট্যাগ্সসমূহ: পাকিস্তানের ، মসজিদটি ، ইকনা
captcha