IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকদের নাম

20:34 - July 24, 2016
সংবাদ: 2601259
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আসন্ন পবিত্র মুহররম মসে ৩৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সৌদি আরবে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারকদের নাম
বার্তা সংস্থা ইকনা: প্রতি বছরের ন্যায় ৩৮তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠানও মসজিদুল হারামের প্রাঙ্গণে ২১ মুহররম থেকে ২৫ মুহররম পর্যন্ত অনুষ্ঠিত হবে। উক্ত কুরআন প্রতিযোগিতা হেফজ, তিলাওয়াত এবং তাফসির বিভাগে অনুষ্ঠিত হবে।
সৌদি আরবের জাতীয় ও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার কমিটির মহাসচিব 'মানসুর ইবনে মোহাম্মাদ আস-সাদিস' এ ব্যাপারে বলেন: সৌদি আরবের ইসলামী, তাবলীগ এবং গাইডেন্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুরআন অনুষদের প্রধান 'আহমদ ইবনে আলী আস-সাদিস', পবিত্র নগরী মক্কার "উম্মে কুরা" বিশ্ববিদ্যালয়ের উসুলে দীন ও তাবলীগ ডিপার্টমেন্টের কিরায়াতে কুরআন বিভাগের প্রধান 'আমিন ইবনে ইদ্রিস ফালাতা' খার্তুম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার আয়োজক কমিটির মহাসচিব 'আলী ইবনে মোহাম্মাদ আয-যিন মাবরুক', তুরস্ক দীয়ানত সংগঠনের অন্তর্গত দশ পন্থায় কিরায়াত ইন্সটিটিউটের অধ্যাপক 'মোহাম্মাদ ক্বিলিচ' এবং দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সদস্য 'শেখ আলী হাসান আলে আলী'কে নির্বাচন করা হয়েছে।
তিনি আরও বলেন: এই প্রতিযোগিতার বিচারক হিসেবে যাদেরকে নির্বাচন করা হয়েছে তাদেরকে অবশ্যই সম্পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে এবং তাজবিদের নিয়ম ও সুন্দর ও নির্ভুল ভাবে উচ্চারণ সম্পর্কে বিজ্ঞ থাকা লাগবে। এছাড়াও সাত অথবা দশ পন্থায় কুরআন তিলাওয়াত সম্পর্কের তার অবগত থাকা লাগবে। বিচারকদের বয়স যেন ২৫ বছরের কম এবং ৬০ বছরের ঊর্ধ্বে না হয় এবং শারীরিক প্রতিবন্ধীও যেন না হয়।
iqna


captcha