IQNA

ধসে পরল উত্তর আফ্রিকার প্রাচীনতম মসজিদের মিনার

12:33 - July 26, 2017
সংবাদ: 2603506
আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়া প্রজাতন্ত্রের বেনগাজি শহরের ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত উজালা শহরের আতিক মসজিদটি উত্তর আফ্রিকার প্রাচীনতম মসজিদ হিসেবে প্রসিদ্ধ। সম্প্রতি মসজিদের মিনারগুল ধসে পরেছে।
ধসে পরল উত্তর আফ্রিকার প্রাচীনতম মসজিদের মিনার
বার্তা সংস্থা ইকনা: লিবিয়ায় প্রত্নতত্ত্ব কর্মকর্তাগণ মসজিদটির ক্ষতির পরিমাণ এবং পুনর্নির্মাণের জন্য স্থাপত্যবিদদের একটি টিম প্রেরণ করেছে।
বিশেষ আর্কিটেকচারে নির্মিত এই মসজিদটি এপর্যন্ত বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। মসজিদটির মিনার দুটি ফাতেমীয় যুগে নির্মাণ করা হয়েছে।
মসজিদটি ৪৭৪ হিজরিতে তথা ফাতেমীয় শাসনামলের মুসতানসারুল্লাহ'র সময়ে নির্মাণ করা হয়েছে। প্রথম দিকে তৎকালীন খলিফা মসজিদটির নাম 'আল আমরী' রেখেছিল এবং পরবর্তীতে বেশ কয়েকবার মসজিদটির নাম পরিবর্তন করা হয়েছে।
প্রাচীন এই মসজিদটির উচ্চতা ৫ মিটার ১০ সেন্টিমিটার এবং মিনার দুটি ৮ মিটার উচ্চতা বিশিষ্ট কক্ষের উপর নির্মাণ করা হয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মিনার দুটি এক-তৃতীয়াংশ কাজ কাঠের।
মসজিদটির উচ্চতা প্রায় ২৫ মিটার এবং ইট ও কাঠ দ্বারা মসজিদটি নির্মাণ করা হয়েছে।
তৎকালীন সময় মসজিদটি ব্যবসায়ীদের ব্যবসার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল।
iqna


captcha