IQNA

কন্যা সন্তানের সাথে মহানবীর সুন্দর আচরণ

23:41 - July 26, 2017
সংবাদ: 2603509
ছেলে আর মেয়ের মধ্যে কোন তফাত নেই। আসল বিষয় হচ্ছে সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলা। এবং মহানবীর আদর্শ অনুসারে বাচ্চাদের সাথে আচরণ করা।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলাম ধর্মে নারীদের অনেক সম্মান এবং মর্যাদা দান করা হয়েছে। কুরআন ও হাদিসে নারীদের বিশেষ মর্যাদা দেয়া হয়েছে।

জাহেলিয়াতের যুগে নারীদের কোন মর্যাদা দেয়া হত না এবং কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেয়া হত। কিন্তু ইসলাম ধর্মে নারীকে সম্মানিত করা হয়েছে। পবিত্র কুরআনে একটি সূরার নাম নারীর নামে রাখা হয়েছে মারিয়াম।

জাহেলি আরবরা কন্যা সন্তানকে হত্যা করে গর্ব ও বড়াই করত আর মহানবী তাদের সেই অন্যায়কে সুধরে দিয়ে নারীর সম্মানকে তুলে ধরেন এবং তিনি নারীকে সম্মান দান করাকে গর্ব ও বড়াই হিসাবে প্রচার করেন।

মহানবী তার কাজে ও কর্মে কন্যা সন্তানকে সম্মানিত করেছিলেন। তিনি তার কন্যাকে চুমু খেতেন, নিজের স্থানে বসতে দিতেন, আগে সালাম করতেন ইত্যাদি। আবার বলেছেন: যদি হাদিয়া দিতে চাও তাহলে আগে কন্যা সনতানকে দাও পরে পুত্র সন্তানকে।
captcha