IQNA

রোহিঙ্গাদের জন্য ১৪ হাজার আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত

23:51 - September 16, 2017
সংবাদ: 2603849
আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরো নতুন ১৪ হাজার আশ্রয়কেন্দ্র তৈরি করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তের পাশে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে ২ হাজার একর (৮০০ হেক্টর) জমিতে একটি বিশাল ক্যাম্প তৈরি করা হবে।
রোহিঙ্গাদের জন্য ১৪ হাজার আশ্রয়কেন্দ্র তৈরির সিদ্ধান্ত
বার্তা সংস্থা ইকনা: বাংলাদেশের দুর্যাগ ব্যবস্থাপনা সচিব শাহ কামাল জানান, ৪ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য ১৪ হাজার আশ্রয় কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১০ দিনের মধ্যে এসব আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি আশ্রয় শিবিরে ছয়টি রোহিঙ্গা পরিবারের ঠাঁই হবে। সেখানে যথাযথ সেনিটেশন, পানি ও চিকিৎসা সুবিধার ব্যবস্থা থাকবে। এজন্য বাংলাদেশ সরকারকে জাতিসংঘের সহযোগিতা নিতে হবে।

সহিংসতায় যেসব রোহিঙ্গা শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে অথবা একাকী বাংলাদেশে ঠাঁই নিয়েছে সরকারের সমাজকল্যাণ সংস্থা তাদের দেখাশোনা করবে বলেও জানান শাহ কামাল।

জাতিসংঘের সর্বশেষ তথ্য মতে, মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতায় গত ২৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশ ঠাঁই নিয়েছে।

রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে আসার পথে মিয়ানমার সেনাবাহিনীর হাতে খুন, ধর্ষণ ও নির্যাতনের মতো ঘটনার শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরে হেঁটে আসা বেশির ভাগ রোহিঙ্গা এখন অসুস্থ, অবসন্ন। তারা এখন খাদ্য, পানি ও নিরাপদ আশ্রয়ের অপেক্ষায় রয়েছে বলে জানায় জাতিসংঘ ত্রাণ সংস্থা।
iqna

captcha