IQNA

রোহিঙ্গাদের জন্য বিশ্বনেতাদের চিঠি লিখলেন এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান

20:07 - September 17, 2017
সংবাদ: 2603854
আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুটি নাড়িয়ে দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিস্যাপ তাইয়েপ এরদোগান ও তার স্ত্রী এমিনি এরদোগানকে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর জাতিগত নিধন চালানো হলে আন্তর্জাতিক অঙ্গনে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ব্যক্ত করেন এরদোগান।
রোহিঙ্গাদের জন্য বিশ্বনেতাদের চিঠি লিখলেন এরদোগানের স্ত্রী এমিনি এরদোগান
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমার থেকে প্রাণ নিয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে দেখা করে সমবেদনা জানাতে আসেন এমিন এরদোগান। রোহিঙ্গাদের কষ্ট দেখে সেদিন কান্না থামিয়ে রাখতে পারেননি এমিন। সর্বশেষ তিনি সুপরিচিত বিশ্ব নেতাদের স্ত্রীদের কাছে চিঠি লিখেছেন, যেন- রোহিঙ্গাদের সাহায্যে তারা এগিয়ে আসে।

গত ৭ সেপ্টেম্ব রোহিঙ্গাদের দুর্দশা সচক্ষে দেখার জন্য বাংলাদেশ আসেন এমিনি। পরবর্তীতে তিনি কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য অস্থায়ী শরণার্থী শিবিরে যান এবং তাদের সঙ্গে মত বিনিময় করেন। ওই সফরে রোহিঙ্গাদের জন্য প্রায় ১ হাজার টনের ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন এমিনি। রোহিঙ্গা সমস্যা সাধানে স্বামী এরদোগানের মতোই এখনো স্বোচ্চার এমিনি।

বিশ্ব নেতাদের স্ত্রীদের কাছে লেখা চিঠিতে এমিনি বলেন, ‘একজন মা হিসেবে, একজন নারী কিংবা মানুষ হিসেবে আমি বিশ্বাস করি যে, বিভিন্ন ধর্মীয় বিশ্বাস এবং জাতিগত বিভেদ থাকা সত্তে¡ও আমরনা এমন একটি পৃথিবী গড়তে পারি যেখানে সব মানুষ একসঙ্গে বসবাস করবে।’ চিঠিতে এমিনি এও জানান যে, তার দেশ তুরস্ক ইতোমধ্যেই প্রায় ৩০ লাখ ইরাকি এবং সিরিয়ান শরণার্থীকে ঠাঁই দিয়েছে।

জাতিসংঘের দেওয়া তথ্যমতে মিয়ানমার থেকে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা শরণার্থী বেশে অনুপ্রবেশ করেছে।-ডেইলি সাবাহ্/ এমটিনিউজ
captcha