IQNA

পরমাণু সমঝোতা নিয়ে যেকোনো ভুল পদক্ষেপের জবাব দেবে ইরান: সর্বোচ্চ নেতা

22:12 - September 17, 2017
সংবাদ: 2603857
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা এবং ইসলামি বিপ্লবের মহামান্য রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা নিয়ে আমেরিকা কোনো রকমের ভুল পদক্ষেপ নিলে তেহরান তার জবাব দেবে।
পরমাণু সমঝোতা নিয়ে যেকোনো ভুল পদক্ষেপের জবাব দেবে ইরান: সর্বোচ্চ নেতা
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী ইরানের পুলিশ ক্যাডেটদের গ্রাজুয়েশন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে আজ (রোববার) সুস্পষ্ট করে বলেছেন, ইরান তার সম্মান নষ্ট হতে দেবে না। ইরানের জনগণ শক্ত অবস্থানে রয়েছেন এবং বলদর্পী ব্যবস্থার কারণে যদি পরমাণু সমঝোতা নিয়ে কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে প্রতিক্রিয়া দেখতে পাবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার বলছেন, ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা বাজে চুক্তি এবং তিনি এ চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা বলছেন। এর জবাবে ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকা যদি এ সমঝোতা বাতিল করে তাহলে ইরান তা ছিঁড়ে ফেলবে। ইরানের প্রেসিডেন্টসহ অন্য কর্মকর্তারাও বলেছেন, পরমাণু সমঝোতা বাতিল করা হলে ইরান আগের অবস্থায় ফিরে যাবে এবং পরমাণু কর্মসূচি জোরদার করবে।
iqna


captcha