IQNA

রোহিঙ্গাদের সাহায্য প্রদান শুরু করেছে ইরানী টিম

18:25 - September 18, 2017
সংবাদ: 2603859
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম সহায়তা প্যাকেজ গতকাল উদ্বাস্তু রোহিঙ্গা মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।
রোহিঙ্গাদের সাহায্য প্রদান শুরু করেছে ইরানী টিম
বার্তা সংস্থা ইকনা: মিয়ানমারের অত্যাচারী সামরিক বাহিনী হাত থেকে বাচার জন্য লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তদের সাহায্য প্রদানের মধ্যে এরিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনুদান পাঠিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম সহায়তা প্যাকেজ গতকাল উদ্বাস্তু রোহিঙ্গা মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।
এশিয়া, প্যাসিফিক ও কমনওয়েলথ ডিপার্টমেন্টের ডেপুটি পরিচালক 'ইবরাহিম রাহিম পুরের নেতৃত্বে একটি ইরানী টিম বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ক্যাম্প গঠন করা হয়েছে। তারা গতকাল থেকে তাদের কাজ শুরু করেছে। গতকাল তারা বেশ কিছু রোহিঙ্গা মুসলমানের সাথে দেখা ও কথোপকথন এবং তাদের মধ্যে সাহায্য বিতরণ করেছেন।
এসময় ইরানী রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার সংস্থার প্রধান 'মোর্তাজা সালিমী এবং সেদেশের রাষ্ট্রদূত 'আব্বাস আয়েজি' উপস্থিত ছিলেন।
iqna


captcha