IQNA

ইমাম মাহদীর আবির্ভাবে গোটা বিশ্ববাসী আনন্দিত হবে

23:35 - September 18, 2017
সংবাদ: 2603862
বিভিন্ন রেওয়ায়েত থেকে বোঝা যায় যে, ইমাম মাহদীর(আ.)আবির্ভাবে বিশ্বে আনন্দের ঢল নামবে। কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে, ইমাম মাহদীর(আ.) আবির্ভাবে আসমান এবং জমিনের সকলেই আনন্দে মেতে উঠবে। আবার কিছু হাদিসে এমনকি মৃত ব্যক্তিদের আনন্দের কথাও বলা হয়েছে।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তার রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে যে তার মধ্যে কোন অন্যায়, অত্যাচার এবং জুলুম থাকবে না। কোন ফ্যাসাদও ববে না এবং কোন ফকিরও পাওয়া যাবে না?

বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে, ইমাম মহদীর(আ.) আবির্ভাবে বিশ্বাসী অত্যন্ত আনন্দিত হবে। ইমাম মাহদীর(আ.)আবির্ভাবে আসমান এবং জমিনের সকলেই আনন্দে মেতে উঠবে। আবার কিছু হাদিসে এমনকি মৃত ব্যক্তিদের আনন্দের কথাও বলা হয়েছে।

কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে, ইমাম মাহদীর(আ.) বিপ্লবকে সবাই স্বাগত জানাবে। কিছু হাদিসে বর্ণিত হয়েছে যে, মানুষ মৃতদের জীবিত করার আরজু করবে। এখানে আমরা তার কিছু উদাহরণ পেশ করছি:

মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: আসমান ও জমিনের সকলেই, পশু-পাখি, এমনকি সমুদ্রের মাছও ইমাম মাহদীর(আ.) আবির্ভাবে আনন্দিত হবে।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) এ সম্পর্কে বলেছেন: ইমাম মাহদীর আবির্ভাবের পর সকলেই শুধু তার কথা বলবে এবং সকলেই আন্তরিকভাবে মাহদীকে ভালবাসবে। আর এই ভালবাসা এতটাই প্রবল হবে যে, মানুষের মুখে তার কথা ছাড়া অন্য কারও কথা থাকবে না।

রেওয়ায়েতে বর্ণিত হয়েছে যে, "یشربون حبه؛   মানুষ তার ভালবাসাকে পান করবে। তারা ইমাম মাহদীকে(আ.) এত বেশী ভালবাসবে যে, সুস্বাদু পানীয়র মত তারা ইমামের ভালবাসাকে মনে-প্রাণে গ্রহণ করবে। অর্থাৎ ইমাম মাহদীর(আ.) প্রতি ভালবাসা তাদের অন্তরে গেঁথে থাকবে।

ইমাম রেজা(আ.) ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পূর্বের খারাপ ও কষ্টদায়ক অবস্থা এবং ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের পরের আনন্দময় ও সুখকর অবস্থা সম্পর্কে বলেন: এই সময় মানুষ এত আনন্দের ও সুখের জীবন-যাপন করবে যে, মৃতরাও জীবিত হওয়ার আশা প্রকাশ করবে।

ইমাম জাফর সাদিক(আ.) এসম্পর্কে বলেছেন: আমি দেখতে পাচ্ছি যে ইমাম মাহদী(আ.) কুফার মসজিদে মিম্বারে রাসূল(সা.)-এর বর্ম পরে বসে আছেন।

তিনি আরও বলেন: ঐ সময় প্রতিটি মু’মিনের কবরও শান্তিতে ভরপুর হয়ে যাবে এবং তারা পরস্পরের কাছে গিয়ে ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের সুসংবাদ দান করবে এবং শুভেচ্ছা বিনিময় করবে।

কিছু রেওয়ায়েতে বর্ণিত হয়েছে "تلک الفرجه অর্থাৎ মানুষের সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

এই রেওয়ায়েত অনুসারে এমনকি বারযাখের মু’মিনরাও ইমাম মাহদীর(আ.) আবির্ভাবের সুফল পাবে। এবং ইমাম মাহদীর(আ.) আর্বিভাবের মাধ্যমে তাদের আত্মাও আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে।

সূত্র: ইমাম মাহদীর(আ.) হুকুমতের লক্ষণসমূহ শীর্ষক গ্রন্থ-লেখক, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন নাজমুদ্দিন তাবাসী।
captcha