IQNA

সবথেকে সৌভাগ্যবাণ মানুষ কারা?

23:38 - September 18, 2017
সংবাদ: 2603863
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) সব থেকে সৌভাগ্যবাণ মানুষদের সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেছেন।


শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মানুষের সৌভাগ্য ও দূর্ভাগ্যের নানাবিধ কারণ রয়েছে। আর সেই বিষয়গুলো মানুষের নিজের হাত্ রয়েছে। যদি কেউ আল্লাহর আনুগত্য করে তাহলে সে সৌভাগ্যবান হবে আর যারা আল্লাহর অবাধ্য হবে তারা অবশ্যই দূর্ভাগা।

আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) বলেছেন: দুনিয়াতে তারাই সব থেকে বেশী সৌভাগ্যবাণ যারা যে বিষয় তাদের জন্য ক্ষতিকর তা থেকে দূরে থাকে। আর দূর্ভাগ্যবান তারা যারা তাদের নফসের অনুসরণ করে।

عنه عليه السلام: إنَّ أسعَدَ الناسِ في الدنيا مَن عَدَلَ عَمّا يَعرِفُ ضُرَّهُ ، و إنَّ أشقاهُم مَنِ اتَّبَعَ هَواهُ.

মিজানুল হিকমা, ৫ম খণ্ড, পৃ: ৩০৪।
captcha