IQNA

তওবা আল্লাহর রহমতের পথকে সুগম করে

23:39 - September 18, 2017
সংবাদ: 2603864
মানুষ নিজেদের কৃত অপরাধের দরুন দয়াময় আল্লাহর রহমত ও বরকত হতে বঞ্চিত হয়। কেননা আল্লাহ সব সময় চান তার বান্দারা যাতে রহমতের অধিকারী হতে পারে; কিন্তু মানুষ নিজেই পাপ ও গুনাহের কারণে এ রহমত হতে দূরে সরে যায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: মহান আল্লাহ তায়ালা অপরিসীম দয়াময় এবং অনন্ত দাতা। তিনি কখনও তার বন্দাকে নিজ রহমত ও বরকত হতে বঞ্চিত করেন না। কিন্তু মানুষ নিজেই কৃত গুনাহ ও নাফরমানীর কারণে আল্লাহর রহমত হতে নিজেকে বঞ্চিত করে।  তদুপরি আল্লাহ তাকে সুযোগ দেন যাতে সে তওবা বা অনুশোচনার মাধ্যমে কৃত গুনাহ ক্ষমা করিয়ে নিতে পারে।

হ্যাঁ, মানুষ তওবা বা অনুশোচনার মাধ্যমে গুনাহ বা নিশ্চিত ধ্বংসের হাত থেকে মুক্তি লাভ করতে পারে। এ কারণেই তওবা ও ইস্তেগফার ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে বিবেচিত। তওবা মানুষকে হতাশ হওয়া থেকে নিষ্কৃতি দেয় এবং তাকে আশাবাদী করে।

তাই আসুন আমরা তওবা ও অনুশোচনার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য ও নৈকট্য লাভের চেষ্টা করি এবং শপথ নেই যাতে আগামীতে কখনও আল্লাহর নাফরমানীতে লিপ্ত না হই।
ট্যাগ্সসমূহ: মহান ، মানুষ ، আল্লাহ ، তওবা ، ইসলাম
captcha