IQNA

আরব বাজারে কুরআনিক পুতুল + ছবি

23:53 - September 18, 2017
সংবাদ: 2603866
আন্তর্জাতিক ডেস্ক: "জান্নাত" নামের এক পুতুল শিশুদেরকে কুরআন শিক্ষা দিচ্ছে। বর্তমানে এই পুতুলটি আরব দেশসমূহের বাজারে বেশ পরিচিত হয়ে উঠেছে।
আরব বাজারে কুরআনিক পুতুল + ছবি
বার্তা সংস্থা ইকনা: ফরাসি ব্যবসায়ী সামিরি আমিরহার এই পুতুলটি তৈরি করেছে এবং তার কন্যা জন্নাতের নামে পুতুলটির নামকরণ করেছে।
জান্নত নামের এই পুতুলটি পবিত্র কুরআনের চারটি সূরা তিলাওয়াত করতে পারে। এই পুতুলটি নির্মাণের জন্য কয়েক দিন পূর্বে চীনের একটি কারখানা দায়িত্ব গ্রহণ করেছে।
বর্তমানে পুতুলটি সৌদি আরব, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের বাজারে পাওয়া যাচ্ছে এবং ক্রেতারা উৎফুল্ল হয়ে এই পুতুল ক্রয় করছে।
জেদ্দায় বসবাসকারী ব্লগার আয়েশা সিদ্দিকী তার মেয়ের জন্য পুতুলটি ক্রয় করার পর বলেছেন, আমি যখন আমার ৫ বছরের মেয়ের জন্য পুতুলটি ক্রয় করি এবং পুতুলটি বাক্সের থেকে বের করে মেয়ের হাতে দেয়, তখন আমার মেয়ে বল্লো: "মা! এই পুতুলটি ঠিক আপনার মতো এবং পুতুলের পোশাক ও হিজাবও আপনার মতো।
আয়েশা আরও বলেন: এই পুতুলটি আমাদের ঐতিহ্য ও ইসলামী রীতিনীতির সাথে মিল রয়েছে এবং কুরআন শিক্ষার ক্ষেত্রে শিশুদেরকে সাহায্য করে।
উল্লেখ্য, ইতিমধ্যে কুরআনিক পুতুল "জান্নাতে"র ছবি সামাজিক নেটওয়ার্কে বেশ পরিচিতি লাভ করেছে। আরব দেশসমূহের সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা এই পুতুলটিকে স্বাগত জানিয়ে এর ছবি ও ভিডিও সামাজিক নেটওয়ার্কে প্রচার করেছে।
iqna



captcha