IQNA

ইমাম মাহদীর(আ.) নৈকট্য লাভের উপায়

21:47 - October 29, 2017
3
সংবাদ: 2604192
হাদিসে ইমাম মাহদীর সাথীদের শক্তি ও সাহসিকতার উপর আলোকপাত করা হয়েছে। যেমন: তারা লোহার মত শক্ত এবং ইচ্ছা করলে পাহাড়ও স্থানান্তরিত করতে পারবে।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম হুসাইনের সাথীরাও ঠিক এমনই ছিল তারা ছিল আল্লাহর জন্য নিবেদিত। তারা আল্লাহর রাস্তায় মৃত্যুকে মধুর থেকেও মিষ্টি মনে করত।

পবিত্র কুরআনেও বর্ণিত হয়েছে: إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْکُمْ وَ يُثَبِّتْ أَقْدامَکُمْ হে বিশ্বাসীগণ! যদি তোমরা আল্লাহকে সাহায্য কর, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা দৃঢ়প্রতিষ্ঠ করবেন।

ইমাম হুসাইন(আ.) একমাত্র আল্লাহর জন্য কিয়াম করেছিলেন, আর এজন্যই আল্লাহ তার সংগ্রামকে সবরা জন্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেন: «إلهِى رِضًى بِقَضائِکَ تَسلِیمًا لأمْرِکَ؛ হে আল্লাহ আপনার সন্তুষ্টিই আমার সন্তুষ্টি এবং আপনার নির্দেশের প্রতি আমি আজ্ঞাবহ।

ইমাম বাকির(আ.) বলেছেন: لَوْ قَدْ خَرَجَ قائِمُ آلِ مُحمَّدٍ لَنَصَرَهُ اللّهُ بِالْمَلائِکَةِ المُسَوِّمينَ وَالمُرْدِفينَ وَالمُنزَلِينَ وَالکَروُبينَ يَکُونُ جَبْرَئيلُ اَمامَهُ وَميکائيلُ عَنْ يَمينِهِ وَاِسْرافيلُ عَنْ يَسارِهِ والرعب مسيره أمامه وخلفه وعن يمينه وعن شماله والملائكة المقربون حذاه؛ আমাদের কায়েম যখন কিয়াম করবেন তখন আল্লাহ তাকে, ফেরেশতা মুমিনিনদের সাহায্য করবেন এবং জিব্রাইল (আ.) তাঁর সামনে, মিকাইন (আ.) (আ.) তাঁর ডান পাশে, ইসরাফিল (আ.) তাঁর বাম পাশে অবস্থান করবেন এবং শত্রুর অন্তরে ত্রাস প্রবেশ করিয়ে সাহায্য করবেন, যাতে শত্রুরা তাঁর মোকাবেলা করতে না পারে।

সুতরাং ইমাম মাহদীর অনুসারীদের দায়িত্ব হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে নিবেদিত করা এবং ইমাম মাহদীর সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত থাকা।
প্রকাশিত: 3
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
তার অনুপস্থিতে কিভাবে তার অনুসরণ করব।
অ্যাডমিন মহান আল্লাহ ও নবী করিম (সা.)এর নির্দেশসমূহ মান্য করার মাধ্যমে তাকে অনুসরণ করা সম্ভব।
আজ্ঞাতনামা
0
0
কিয়াম করবেন।কিয়াম বলতে কি বুঝায়?
অ্যাডমিন কিয়াম অর্থাৎ বিপ্লব।
আজ্ঞাতনামা
0
0
আমরা দেশ বা আন্চলিক ভিত্তিক কি ভাবে সংগঠিত হব।কারা আমাদের ভাই।কি লক্ষন দেখে চিনব।
captcha