IQNA

৬৬ বছর বয়সে কুরআন শেখার আগ্রহ

18:17 - November 19, 2017
সংবাদ: 2604354
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ৬৬ বছর বয়সী হালিমা বায়রাম উগুলু এতদিন পবিত্র কুরআন শিক্ষা থেকে বঞ্চিত ছিলেন। এখন তিনি তার লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করছেন।
৬৬ বছর বয়সে কুরআন শেখার আগ্রহ

বার্তা সংস্থা ইকনা: হালিমা বায়রাম উগুলু তুরস্কের গাজ়িয়ান্তেপ শহরে জীবন যাপন করেন।

শৈশবকালে দেশের সামাজিক অবস্থার কারণে তিনি কুরআন শেখার জন্য উপযুক্ত সময় পাননি। দীর্ঘ কয়েক বছর অতিবাহিত হওয়ার পর তার আবেগ, শক্তি ও চেষ্টা দিয়ে কুরআন শিক্ষা অর্জন করছেন।

হালিমা বলেন: আমার বয়স ৬৬ বছর। আমি কুরআন শিখতে চাই। আমার স্বামী বলেন, এই বয়সে তোমার জন্য কুরআন শিক্ষার ক্লাসে যাওয়া অনেক কষ্টকর। তার উদ্বেগ ও চিন্তাকে আমি বুঝতে পারি। তবে আমি বিশ্বাস করি মহান আল্লাহর কৃপায় আমি সফল হবো। এখনও প্রাথমিক পর্যায়ে আছি। তবে চেষ্টা ও অধ্যবসায়ের মাধ্যমে আমি আমার উদ্দেশ্যকে সফল করবে।

তিনি কুরআনের ক্লাস সম্পর্কে বলেন: আমার দীর্ঘদিনের ইচ্ছা শুদ্ধভাবে কুরআন পড়া। আর এজন্যই আমি অধির আগ্রহ নিয়ে ক্লাসে উপস্থিত হচ্ছি।

তিনি বলেন: যারা এই কুরআনের ক্লাসের ব্যবস্থা করেছে তাদের সকলকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ, এরফলে সমাজের সকল শ্রেণীর লোকেরা কুরআন শিখতে পারছে।

iqna

captcha