IQNA

ইমাম হাসানের(আ.) ব্যক্তিত্ব ও মর্যাদা

18:31 - November 19, 2017
সংবাদ: 2604355
মহানবী (সা.)-এর কাছে ইমাম হাসানের মর্যাদা কত বেশি ছিল এ কথা শুধু সে যুগের মুসলমানরাই নয়, আজ অবধি সকল মুসলমান খুব ভালভাবেই জানে। প্রিয়নবী (সা.) তাঁর এ আদরের দৌহিত্রকে পিঠে তুলে নিতেন এবং দো‘আ করতেন: হে আল্লাহ! আমি একে ভালবাসি, তুমিও একে ভালবাসো।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফাতেমা, হাসান ও হুসাইনকে উদ্দেশ্য করে বলেন: আমি তার সাথে শত্রুতা করি,যে তোমাদের সাথে শত্রুতা করে। আর তার সাথে শান্তি বজায় রাখি যে তোমাদের সাথে শান্তি বজায় রাখে।

ইমাম হাসান বেহেশতের যুবকদের সম্রাট এবং রাসূলুল্লাহ (সা.)-এর সাথে চাদরের নিচে অবস্থানকারী আহলে বাইতের পাঁচজনের অন্যতম। এছাড়াও সকল মুফাসসির ও মুহাদ্দিসের মধ্যে ঐকমত্য রয়েছে যে,তিনি এবং আহলে বাইতের অন্যান্য সদস্য মুবাহালার ঘটনায় নাযিলকৃত আয়াত এবং তাতহীরের আয়াতের ঘোষণা অনুযায়ী পুতপবিত্র। আর ইমাম হাসান এজন্য গর্বও করতেন।

ইমাম হাসান ছিলেন নানা রাসূলুল্লাহ (সা.)-এর চেহারার প্রতীক। আনাস ইবনে মালেক প্রমুখ বলেন যে, আহলে বাইতের সদস্যদের মধ্যে অন্য কেউ রাসূলুল্লাহ (সা.)-এর এতখানি সদৃশ চেহারার ছিলেন না। তিনি ২৫ বার পায়ে হেঁটে হজ্জ পালন করেন,অথচ আকর্ষণীয় ঘোড়া তাঁর কাছেই ছিল।

তাঁর বদান্যতা ও দানশীলতা এতই প্রসারিত ছিল যে, তিনি ‘কারিম-এ আহলে বাইত’ বা আহলে বাইতের দয়াশীল উপাধিতে ভূষিত হন। তিনি তিনবার নিজের সমুদয় সম্পদ অর্ধেক করেন এবং দু’বার তা পুরোপুরি আল্লাহর পথে দান করেন।

তিনি যখন নামাযে দাঁড়াতেন তখন আল্লাহর ভয়ে তাঁর শরীর কেঁপে কেঁপে উঠত এবং তাঁর চেহারা হলুদ বর্ণ ধারণ করত। আর ইমামের ধৈর্য ও সহিষ্ণুতা এমন ছিল যে,তাঁর পরম শত্রুদ্বয় মু‘আবিয়া ও মারওয়ান বলতেন: যেন পর্বতের বিরুদ্ধে লড়াই করছি।

হেলাল বিন ইয়াসাফ বলেন: আমি হাসান বিন আলীর ভাষণ শুনছিলাম। তিনি বলছিলেন: হে কুফার জনগণ! আমাদের ব্যাপারে  আল্লাহ থেকে ভয় করবে,আমরা হলাম তোমাদের আমীর ও তোমাদের অতিথি। আমরা এমন আহলে বাইত যে, আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন: إِنَّمَا يُرِ‌يدُ اللَّـهُ لِيُذْهِبَ عَنكُمُ الرِّ‌جْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَ‌كُمْ تَطْهِيرً‌ا

আল্লাহ তো চান তোমাদের থেকে সকল অপবিত্রতা দূর করতে,হে আহলে বাইত! এবং তোমাদের পুতপবিত্র রাখতে। শাবিস্তান
captcha