IQNA

ভূমিকম্পে কবলিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্টকহোম ইসলামিক সেন্টার

19:02 - November 19, 2017
সংবাদ: 2604357
আন্তর্জাতিক ডেস্ক: কেরমানশাহয় ভূমিকম্পে কবলিতদের সাহায্য করার জন্য সুইডেনের রাজধানী স্টকহোমের ইমাম আলী ইসলামিক সেন্টার খাদ্য ও স্বাস্থ্যবিধি প্যাকেজ এবং নগদ অর্থ সংগ্রহ করেছে।
ভূমিকম্পে কবলিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে স্টকহোম ইসলামিক সেন্টার
বার্তা সংস্থা ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে স্টকহোমের ইমাম আলী ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ বলেন: এই সকল প্যাকেট ও নগদ অর্থ স্টকহোমের ইমাম আলী ইসলামিক সেন্টারের পক্ষ থেকে কেরমানশাহে ভূমিকম্পে কবলিতদের জন্য পাঠানো হয়েছে।
তিনি বলেন: ইরানের এক বন্ধু যিনি সুইডেনে বসবাস করতেন তিনি ইরান থেকে এসকল সাহায্য সংগ্রহ করেছেন এবং ভূমিকম্পে কবলিতদের নিকট পৌঁছে দেয়ার দায়িত্ব গ্রহণ করেছেন।
ইমাম আলী ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ যোহায়ের বলেন: আমাদের এই বন্ধু বর্তমানে ভূমিকম্পে কবলিতদের সাহায্য করছেন এবং এ ব্যাপারে তার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে।
ইমাম আলী ইসলামিক সেন্টারের পক্ষ থেকে এসকল সাহায্য প্যাকেটের মধ্যে খাদ্যদ্রব্য, স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন জিনিস এবং বিশুদ্ধ পানি রয়েছে।
সাহায্যের কিছু ছবি শেয়ার করা হল:

iqna

captcha