IQNA

কায়রো বিমানবন্দরে পবিত্র কুরআনের প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি জব্দ

12:38 - November 20, 2017
সংবাদ: 2604359
আন্তর্জাতিক ডেস্ক: পাচারকারীরা মিশর থেকে পবিত্র কুরআনের প্রাচীন হস্তলিখিত একটি পাণ্ডুলিপি আমিরাতে পাচার করতে চেয়েছিল। কিন্তু মিশরের পুলিশ কায়রোর বিমানবন্দর থেকে পবিত্র কুরআনের প্রাচীন হস্তলিখিত এই পাণ্ডুলিপি জব্দ করেছে।
কায়রো বিমানবন্দরে পবিত্র কুরআনের প্রাচীন হস্তলিখিত পাণ্ডুলিপি জব্দ

বার্তা সংস্থা ইকনা: কায়রোর আন্তর্জাতিক বিমানবন্দরের মালবাহী ডিপো থেকে গতকাল (১৯শে নভেম্বর) চোরাচালানকারীদের একটি প্যাকেট জব্দ করা হয়েছে। এই প্যাকেটে ১৩২২ হিজরির একখণ্ড হস্তলিখিত অতি মূল্যবান পাণ্ডুলিপি ছিলো।

এছাড়াও এই প্যাকেটে ইবনে হাজর আসকালানীর লিখিত "ফাতাহ আল বারী" গ্রন্থ (আহলে সুন্নতের একটি গ্রহণযোগ্য গ্রন্থ) ছিলো। এই গ্রন্থটি ১৩০১ সালে লেখা হয়েছে।

পাচারকারীরা এই মূল্যবান গ্রন্থ দুটি আমিরাতে পাচার করতে চেয়েছিল। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিমানবন্দর কাস্টমস পরিচালক এই গ্রন্থ দুটি জব্দ করার নির্দেশ দেন।

এই বই দুটি মিশরের গ্রন্থ ও দস্তাবেজ ন্যাশনাল সেন্টারে বিশেষজ্ঞদের নিকট হস্তান্তর করার কথা চলছে।

iqna


captcha