IQNA

ভূমিকম্প কবলিত এলাকা পরিদর্শনে সর্বোচ্চ নেতা;

কর্তৃপক্ষদের চেষ্টাকে দ্বিগুণ করতে হবে

13:42 - November 20, 2017
সংবাদ: 2604360
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভূমিকম্প বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দায়িত্বশীলদের উদ্দেশে বলেছেন, দুর্ঘটনার মোকাবেলায় সাহসী ও বীর পুরুষদের জেগে উঠতে হবে এবং বিজয়ী হতে হবে। আমি সকল ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানাচ্ছি।
কর্তৃপক্ষদের চেষ্টাকে দ্বিগুণ করতে হবেবার্তা সংস্থা ইকনা: আজ (সোমবার) সকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সেদেশের কেরমানশাহ প্রদেশের ভূমিকম্প বিধ্বস্ত সারপোল জাহাব এলাকা পরিদর্শনে গিয়েছেন।

এসময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী দায়িত্বশীলদের উদ্দেশে বলেন,কাজের গতি আরও বাড়িয়ে দিতে হবে। পাশাপাশি বিপদকে নিয়ামতে পরিণত করারও আহ্বান জানিয়েছেন তিনি।

ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে তৎপরতা ভালোই ছিল। ভূমিকম্পের খবর পাওয়ার সাথে সাথেই সেনাবাহিনী শহরে এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গ্রামে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়েছে। কিন্তু এটুকুই যথেষ্ট নয়,আরও বেশি সক্রিয় হতে হবে।

জনগণের উদ্দেশে সর্বোচ্চ নেতা বলেন, খুব ইচ্ছে ছিল দুঃখ দুর্দশাহীন আনন্দঘন সময়ে তোমাদের কাছে আসবো, এই কঠিন বিপদে বিষন্ন, নিরানন্দ, শোকাচ্ছন্ন পরিস্থিতিতে নয়।

সর্বোচ্চ নেতা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে কেরমানশাহবাসীর বীরত্বপূর্ণ প্রতিরোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, "তোমাদের এই শহর ইরাকের চাপিয়ে দেয়া যুদ্ধের সময়ও আক্রান্ত হয়েছিল। তখনও তোমরা বীরত্ব, সাহসিকতা এবং ধৈর্যের পরিচয় দিয়েছো, এবারও দেবে বলে আমি আশা করি।"

তিনি বলেন, "ভূমিকম্প একটা বড় রকমের মুসিবত, সবকিছু ধূলিস্মাৎ করে দেয়। কিন্তু সেদিন তোমরা যেভাবে আগ্রাসীদের পরাস্ত করেছো, প্রাকৃতিক এই দুযোর্গও সেভাবে মোকাবেলা করে বিপদকে নিয়ামতে পরিণত করে তুলতে হবে। তোমাদের এই দুর্যোগে সমগ্র জাতি মর্মাহত, সবার সহানুভূতিশীল মন তোমাদের এই কেরমানশাহে পড়ে আছে। দেশের মানুষ দায়িত্বশীলতার সাথে যে যার সামর্থ অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।"

উল্লেখ্য, গত ১২ নভেম্বর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে অন্তত ৪৩৭ জনের মর্মান্তিক প্রাণহানি হয়। এ ছাড়া, এ ভূমিকম্পের ফলে ১০২০৩ জন আহত হয়েছেন।

iqna


captcha