IQNA

প্যারিসে রাস্তায় নামাজ নিষিদ্ধ; ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

20:01 - November 20, 2017
সংবাদ: 2604364
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রী ঘোষণা করেছে, এরপর থেকে প্যারিসের রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না। যদি কেউ প্যারিসের রাস্তায় নামাজ পড়ে তাহলে কর্তৃপক্ষ বাধা প্রয়োগ করবে।
প্যারিসে রাস্তায় নামাজ নিষিদ্ধ; ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী

বার্তা সংস্থা ইকনা: স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ত বলেছে, ১৬ সেপ্টেম্বর থেকে আর প্যারিসের রাস্তায় নামাজ পড়া যাবে না।

ক্লদ আরও বলেছে, যদি কেউ এ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন, তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স মুসলমানদের জন্য রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল।

প্যারিসের মিশ্র সংস্কৃতির এলাকা গোথে ডি অরের দুটি রাস্তায় শুক্রবারের নামাজ পড়া হয়। মুসলমানদের বলা হয়েছে, তারা যেন আর বাইরে নামাজ না পড়ে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের মুসলিম প্রতিনিধি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রোডে নামাজ পড়তে নিষেধ করেছে। কিন্তু নামাজ আদায়ের জন্য অন্যত্র একটি বড় মসজিদ নির্মাণের পরামর্শ দেয়নি।

বিগত কয়েক বছর যাবদ ফ্রান্সে মসজিদের সংখ্যা কম হওয়ার কারণে মুসলমানেরা বিক্ষোভ করেছে। কিন্তু কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন ইতিবাচক জবাব দেয়নি।

প্যারিসের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তৃতার এক পর্যায়ে বলে: যে স্থানে জুমার নামাজ আদয় হয়, সেখানে মুসল্লিরা যাতে রাস্তায় নামাজ আদায় না করতে পারে সেজন্য ১০০ জন আইন প্রণেতাকে মোতায়েন করা হয়েছে। মুসলমানেরা যাতে রাস্তায় নামাজ আদায় না করে সেজন্য তাদেরকে শোচ্যর থাকবে বলা হয়েছে।

ক্লদ বলেছে: নামাজের জন্য মুসলমানদের নতুন স্থান খুঁজতে হবে। আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই সমস্যা সমাধান করব।

ফ্রান্সে প্রায় ৫০ লাখ মুসলিম অধিবাসী রয়েছে। সম্প্রতি তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসের হামলার পর সেদেশে মুসলামনদের বিরুদ্ধে বৈষম্যতা বৃদ্ধি পেয়েছে।

iqna


captcha