IQNA

ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়ার ফজিলত

20:23 - November 20, 2017
সংবাদ: 2604365
ইমাম মাহদীকে(আ.) সাহায্য করার একটি পথ হচ্ছে মৌখিক সাহায্য। ইমাম মাহদীর(আ.) জন্য দোয়া করলে তিনিও আমাদের জন্য দোয়া করেন। আর ইমাম আমাদের জন্য দোয়া করলে সকল কল্যাণের দার খুলে যায় এবং সকল বালা-মুসিবতের দরজা বন্ধ হয়ে যায়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদিসে বর্ণিত হয়েছে, যারা ইমাম মাহদীর আবির্ভাবের জন্য দোয়া করবে তারা পরকালে মহানবীর(সা.) শাফায়াত প্রাপ্ত হবে। মহানবী হযরত মুহাম্মাদ(সা.) বলেছেন: চার শ্রেণীর মানুষকে আমি কিয়ামতের দিন শাফায়াত করব, ১- যারা আমার আহলে বাইতকে ভালবাসবে, ২- যারা তাদেরকে সাহায্য করবে, ৩- যারা তাদেরকে মনে প্রাণে ভালবাসবে ও তাদের বিপদের সময় তাদের সাহায্যে এগিয়ে আসবে। এবং ৪- যারা তাদের প্রয়োজন মিটাবে।

ইমাম মাহদীর(আ.) অনুসারী হয়ে কেন তার দোয়ার থেকে বঞ্চিত হব। আসুন আমরা সবাই ইমাম মাহদীর(আ.) জন্য দোয়া করি আর তার দোয়ার বরকতে আমাদের দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার সমাধান করি।

১৫ই শাবানের রাতে সকল মু’মিন ও মু’মিনাতের উচিত সূরা ইয়াসিন তেলাওয়াত করে ইমাম মাহদীর (আ. ফা.) রুহের প্রতি হাদিয়া করার পর যিয়ারতে আলে ইয়াসিন পাঠ করা। অতঃপর গভীর রাতে দোয়ায়ে ফারাজ তেলাওয়াত করে মহান আল্লাহর নিকট যুগের ইমামের (আ. ফা.) আবির্ভাবকে ত্বরান্বিত হওয়ার জন্য দোয়া করা।
captcha