IQNA

লাইলাতুল মাবিতের ঘটনায় মাওলা আলীর ত্যাগে স্বয়ং আল্লাহ গর্বিত হয়েছিলেন

20:19 - November 20, 2017
সংবাদ: 2604366
রবিউল আওয়াল মাসের ১লা তারিখের রাতটি ইসলামের ইতিহাসে “লাইলাতুল মাবিত” নামে পরিচিত। রাসুল (সা.)এর বেসাতের ১৩ তম বর্ষে হিজরতের ন্যায় গুরুত্বপূর্ণ ঘটনাটি সংঘটিত হয়।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: রাসুল (সা.) এই রাতে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হন এবং পথিমধ্যে "সউর” নামক গুহায় আশ্রয় গ্রহণ করেন। অপর দিকে হজরত আলী (আ.) শত্রুদেরকে বিস্মিত করার লক্ষ্যে রাসুল (সা.)এর বিছানায় নিদ্রা যান। তখন তাঁর সম্পর্কে সুরা বাকারার ২০৭ নং আয়াত নাযিল হয়। আর এ কারণে ১লা তারিখে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব।

সূরা বাকারার ২০৭ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন: وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاةِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

আর মানুষের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নিজেদের জীবন পর্যন্ত উৎসর্গ করে, আল্লাহ তার এমন বান্দাদের প্রতি অতিশয় দয়ালু।

বিভিন্ন তাফসীরে বলা হয়েছে- যখন মক্কার মুশরিকরা রাতের বেলায় রাসূল (সা.)-এর ঘরে হামলা করে তাকে হত্যার সিদ্ধান্ত নেয়, তখন আল্লাহর রাসূল ওহীর মাধ্যমে তাদের ষড়যন্ত্র সম্পর্কে অবহিত হন এবং মক্কা থেকে চলে যাবার সিদ্ধান্ত নেন। রাসূল (সা.) তাঁর ঘরে নেই এটা যাতে শত্রুরা বুঝতে না পারে সে জন্যে হযরত আলী আল্লাহর রাসূলকে রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করার পদক্ষেপ নেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে সূরা বাকারার ২০৭ নম্বর আয়াত নাজিল হয়। ইতিহাসে এই রাত লাইলাতুল মাবিত বা উন্মুক্ত আকাশের নীচে রাত্রিযাপন নামে বিখ্যাত।

মুমিন হল কাজে বিশ্বাসী। মুমিন আল্লাহর সাথে লেনদেন করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সচেষ্ট থাকে, কিন্তু মুনাফিকরা পার্থিব বিষয়ের সাথে লেনদেন করে এবং তারা মানুষের সন্তুষ্টির প্রত্যাশায় রয়েছে। শাবিস্তান
captcha