IQNA

ছেলের মুখে মোস্তাফা ইসমাইলের প্রশংসা + ছবি

23:06 - January 11, 2018
সংবাদ: 2604763
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইলের ছেলে আতেফ মুস্তাফা ইসমাইল সম্প্রতি মিশরের এক টেলিভিশন চ্যানেলে দেয়া সাক্ষাতকারে এই বিশ্ববিখ্যাত ক্বারি জীবনের অনেক অজানা কথা বলেছেন।

ছেলের মুখে মোস্তাফা ইসমাইলের প্রশংসা + ছবি

বার্তা সংস্থা ইকনা: মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইলের ছেলে আতেফ মুস্তাফা ইসমাইল একজন প্রকৌশলী। সম্প্রতি মিশরের এক টেলিভিশন চ্যানেলে 'সুপ্রভাত' নামে এক অনুষ্ঠানে দেয়া সাক্ষাতকারে তার পিতার অনেক অজানা কথা বলেছেন।
এই অনুষ্ঠানে তিনি বলেন: আমার বাবা জেরুজালেমে আল আকসা মসজিদে কুরআন তিলাওয়াতের সময় অনেক আনন্দিত ছিলেন। কারণ সেসময় মিশরের তৎকালীন সরকার আনওয়ার আস-সাদাত ঐ মাহফিলে উপস্থিত ছিলেন।
আতেফ মুস্তাফা ইসমাইল বলেন: মিশরের কুরআনিক রেডিওতে আমার বাবার অংশগ্রহণের বিষয়টি আকর্ষিক ছিল। তিনি একদিন গাড়ি মেরামতের জন্য কায়রোতে যান। গাড়ি ঠিক করার জন্য তাকে সেখানে দীর্ঘ সময় থাকতে হয়েছে। এই সুযোগটি তিনি ব্যবহার করেছেন। অর্থাৎ এই সময়ে তিনি কুরআনিক ক্বারি আঞ্জুমানে যান।
তিনি বলেন: কুরআনিক ক্বারি আঞ্জুমানে উপস্থিত হয়ে তিনি যখন পবিত্র কুরআনের বেশ কয়েকটি আয়াত তিলাওয়াত করলেন, তখন রেডিওর অন্যান্য সিনিয়র ক্বারিগণ তার সুললিত কণ্ঠের তিলাওয়াত শুনে পছন্দ করলেন এবং তার নিকটে মিলাদুন নবী (সা.)এর সময়ে কুরআন তিলাওয়াতের জন্য আহ্বান জানালেন। আর এভাবেই আমার বাবা মিশরে কুরআনিক রেডিওতে যোগ দেন।
আতেফ আরও বলেন: মিশরীয় রাজ প্রাসাদে কুরআন তিলাওয়াতে আগ্রহী ছিলেন আমার বাবা। ঘটনাক্রমে রাজ প্রসাদের এক ব্যক্তি তার কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে মুগ্ধ হন এবং এরপর থেকে প্রতি বছর রমজান মাসে আমার বাবা রাজ প্রাসাদে কুরআন তিলাওয়াত করতেন।
মিশরের প্রসিদ্ধ ক্বারির ছেলে বলেন: মিশরের তৎকালীন সরকার আনওয়ার আস-সাদাত ও তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মুহাম্মাদ হায়দার পাশা আমার বাবা কুরআন তিলাওয়াত অনেক পছন্দ করতেন। বিশেষকরে আনওয়ার আস-সাদাত আমার বাবা তিলাওয়াতকে এতটাই পছন্দ করতেন যে, তার তিলাওয়াতকে তিনি অনুকরণ করতেন।
iqna

আতেফ মুস্তাফা ইসমাইল
আতেফ মুস্তাফা ইসমাইল
আতেফ মুস্তাফা ইসমাইল
আতেফ মুস্তাফা ইসমাইল
মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইল
মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইল
মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইল
মিশরের প্রসিদ্ধ ক্বারি মোস্তাফা ইসমাইল
captcha