IQNA

আলেকজান্দ্রিয়ায় কুরআন শরিফের স্বর্ণালাঙ্কৃত পাণ্ডুলিপি

23:58 - January 11, 2018
সংবাদ: 2604767
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে পবিত্র কুরআনের একখণ্ড স্বর্ণালাঙ্কৃত প্রাচীন পাণ্ডুলিপি রয়েছে যা সপ্তম হিজরিতে লেখা হয়েছে।

শিয়াদের থেকে বালামুসিবত দূর হওয়ার দর্শন
বার্তা সংস্থা ইকনা: আলেকজান্দ্রিয়া লাইব্রেরির সাংস্কৃতিক সম্পর্ক বিভাগের প্রধান মুহাম্মাদ সুলাইমান এ ব্যাপারে বলেন: পবিত্র কুরআনের স্বর্ণালাঙ্কৃত প্রাচীন পাণ্ডুলিপিটি সপ্তম হিজরিতে লেখা হয়েছে। ২০০২ সালে আলেকজান্দ্রিয়া লাইব্রেরিতে স্থানান্তর করা হয়েছে।
তিনি বলেন: পবিত্র কুরআন মুসলমানদের নিকটে অতি মূল্যবান একটি গ্রন্থ। একারণে অনেক সময় এই ঐশী গ্রন্থকে সোনা, রুপা এবং মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত করা হয়।
মুহাম্মাদ সুলাইমান বলেন: এই গ্রন্থাগারের প্রাচীন পাণ্ডুলিপিগুলোই এদেশের মুসলমান ও ইসলাম ধর্মের ইতিহাসের কথা তুলে ধরে।
উল্লেখ্য, মিশরের আলেকজান্দ্রিয়া লাইব্রেরিটি সেদেশের আলেকজান্দ্রিয়া শহরে অবস্থিত এবং এটি প্রাচীন গ্রন্থাগার হিসেবে এটি উল্লেখযোগ্য হিসেবে পরিগণিত হয়ে আসছে। ২০০২ সালে তৎকালীন সরকারের নির্দেশে এই লাইব্রেরিটি সংস্কার করা হয়।
iqna

 

captcha