IQNA

রোহিঙ্গাদের সন্তানরা ভয়ানক অবস্থায় জীবন যাপন করেছে; ইউনিসেফ

0:00 - January 12, 2018
সংবাদ: 2604768
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ শিশু ফান্ড ইউনিসেফ ঘোষণা করেছে: মিয়ানমারের রাখাইন প্রদেশে ৬০ হাজারের অধিক শিশুর কথা সকলে ভুলেই গেছে। এসকল শিশুরা রাখাইনের বিভিন্ন ক্যাম্পে ভয়ানক পরিস্থিতিতে জীবন যাপন করছে।

রোহিঙ্গাদের সন্তানরা ভয়ানক অবস্থায় জীবন যাপন করেছে; ইউনিসেফ

বার্তা সংস্থা ইকনা: ইউনিসেফ ঘোষণা করেছে: যদিও বিশ্ববাসীর চোখ মিয়ানমারের রাখাইন রাজ্যের উত্তরে এবং বাংলাদেশের কক্সবাজারের দিকে রয়েছে। রাখাইনের কেন্দ্রীয় ক্যাম্পে অভিভাবকহীন রোহিঙ্গা শিশুরা আবর্জনা এবং মল-মূত্রের উপর জীবন যাপন করছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র মেরিক্সি মেরকাডো ১৯শে জানুয়ারি জেনেভাতে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেছেন: সাম্প্রতিক সহিংসতার ফলে প্রায় ২0 জন রোহিঙ্গা শিশু তাদের পরিবার থেকে আলাদা হয়ে গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের সংখ্যা আরও অধিক।
এক মাসেরও বেশি সময় মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখেছেন মেরিক্সি মেরকাডো এবং তিনি এক সপ্তাহ হল মিয়ানমার ত্যাগ করেছেন। এব্যাপারে তিনি বলেন: রোহিঙ্গা মুসলমানদের ভয়ঙ্কর ছবি এবং ভিডিও দেখে এটা বোঝা যায় যে, গত বছরের ২৫শে আগস্ট রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সরকারের আক্রমণের পূর্বে প্রায় ৫ হাজার শিশুকে ইউনিসেফের পক্ষ থেকে খাদ্য বিতরণ করা হত। কিন্তু এই হামলার ফলে তাদের খাদ্য বিতরণ বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে তারা যদি জীবিত থাকে তাদের জীবন বিপদের মধ্যে রয়েছে।
তিনি রোহিঙ্গাদের বিশেষ করে রোহিঙ্গা শিশুদের সাহায্যের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন।
iqna

 

captcha