IQNA

পবিত্র রজব মাসের এতেকাফের গুরুত্ব ও ফজিলত

23:17 - March 03, 2018
1
সংবাদ: 2605175
ইসলাম ধর্মে কিছু কিছু মাসের বিশেষ ফজিলত ও তাৎপর্য রয়েছে; তম্মধ্যে রজব মাস অন্যতম। আর রজব মাসের ফজিলত ও তাৎপর্য অন্য কোন মাসের কারণে নয়; বরং স্বয়ং আল্লাহ তায়ালা রজব মাসকে এ ফজিলত দিয়েছেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদীসে বর্ণিত হয়েছে হাশরের ময়দানে প্রত্যেককে কঠিন ও কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে; কিন্তু সেখানে রাজাবিয়্যুন নামে একটি দল থাকবে; যারা খুব সহজেই এ ময়দান অতিক্রম করবে। আল্লাহর ফেরেশতারা হাশরের ময়দানে কোথায় রাজাবিয়্যুন তথা রজব মাসের আমলকারীরা বলে আহ্বান করবে।

রাজাবিয়্যুন হচ্ছে তারা যারা পবিত্র রজব মাসের মুস্তাহাব আমলগুলো যথাযথভাবে সম্পন্ন করবে। যারা রাজাবিয়্যুন এর উপাধি পাবে তারা যদি পৃথিবীতে কারও হক নষ্ট না করে, তাহলে কিয়ামতে সহজে মুক্তি পাবে।

রজব মাসের অন্যতম আমল হচ্ছে এতেকাফ। আর এ এতেকাফের অপরিসীম সওয়াব ও ফজিলত রয়েছে। এতেকাফ হচ্ছে তিন দিন মসজিদে ইবাদত-বন্দেগীতে মশগুল থাকা, তাও আবার রোজারত অবস্থাতে।

এছাড়া এ মাসে রোজা পালন ও কিছু নফল আমল রয়েছে, যেগুলো মানুষকে আল্লাহর নিকটতম করে।

পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহর স্বরণ মানুষের অন্তরে প্রশান্তি দান করে। দোয়া ও মুনাজাতের মাধ্যমে মানুষ এ পার্থিব জগত থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করে। তাই আল্লাহর স্বরণ এবং দোওয়া ও মুনাজাত মানুষের অন্তরে প্রশান্তি দান করে। শাবিস্তান

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আজ্ঞাতনামা
0
0
মহিলাদের যদি মসজিদে যাওয়া সম্ভব না হয় তাহলে অন্য কোনো কি উপায় আছে
অ্যাডমিন না, এতেকাফ শুধুমাত্র মসজিদেই হয়। মসজিদ ব্যাতীত অন্য কোথাও নয়।
captcha