IQNA

ইমাম মাহদীর (আ.) হুকুমতের কেন্দ্র কোথায় হবে?

23:40 - March 22, 2018
সংবাদ: 2605321
একটি প্রশ্ন সচরাচর মানুষের মধ্যে উত্থাপিত হয় যে, ইমাম মাহদী (আ.) যখন আল্লাহর নির্দেশে আবির্ভূত হবেন এবং তার নেতৃত্বে সরকার গঠিত হবে উক্ত সরকারের কেন্দ্র হবে কোথায়? ৬ষ্ঠ ইমাম জাফর সাদীকের (আ.) একটি হাদীসে এ প্রশ্নের উত্তর পাওয়া যায়।



বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমামতি ধারার ৬ষ্ঠ ইমাম তথা ইমাম জাফর সাদীক (আ.) থেকে বর্ণিত একটি হাদীসে শেষ জামানায় ইমাম মাহদীর (আ.) কর্তৃক গঠিত ন্যায়পরায়নতার যে সরকার প্রতিষ্ঠিত হবে- উক্ত সরকারের কেন্দ্র কোথায় হবে সে সম্পর্কে ইশারা দেয়া হয়েছে। যেহেতু এ সরকার সারা বিশ্বের শাসন করবে এবং এ সরকার পৃথিবী থেকে অন্যায় ও জুলুম নির্মূল করবে, তাই এ সরকার সম্পর্কে জানার আগ্রহ মানুষের মধ্যে কোন কমতি নেই।

ইমাম জাফর সাদীক (আ.) বলেন:

دارُمُلكِهِ الكوفةُ و مَجلِسُ حُكمِهِ جامِعُها وَ بيتُ سَكَنِهِ و بَيتُ مالِهِ مسجدُ السَّهلةِ.

ইমাম মাহদীর (আ.) হুকুমতের কেন্দ্রস্থল হবে ইরাকের কুফা নগরী এবং উক্ত হুকুমতের বিচার কেন্দ্র হবে কুফার প্রধান মসজিদ। আর মসজিদে শাহলাতে থাকবে বায়তুল মালের ভান্ডার এবং সেখানেই ইমাম মাহদী (আ.) বসবাস করবেন।

সূত্র: বিহারুল আনওয়ার, খন্ড ৫৩ এবং পৃ. ১১

captcha