IQNA

লাইলাতুর রাগায়েবের ফজিলত ও আমলসমূহ

23:52 - March 22, 2018
সংবাদ: 2605325
পবিত্র রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়। এই রাতের কিছু বিশেষ আমল রয়েছে যার ফজিলত অত্যন্ত বেশী।



বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: বৃহস্পতিবারের রাত্রে মাগরিব ও ঈশার নামাজের মাঝে ১২ রাকাত নামাজ আদায় করতে হবে। প্রতি রাকাতে সূরা হামদের পর ৩ বার সূরা কদর এবং ১২ বার সূরা ইখলাস পাঠ করতে হবে।

১২ রাকাত নামাজ শেষে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে: " اللهم صل علی محمد النبی الامی و علی آله"

এরপর সিজদায় গিয়ে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে: "سبوح قدوس رب الملائكة والروح"

সিজদা থেকে উঠে ৭০ বার এই জিকিরটি পাঠ করতে হবে: "رب اغفر وارحم و تجاوز عما تعلم انك انت العلی الاعظم"

পুনরায় সিজদায় গিয়ে এই জিকিরটি ৭০ বার বলতে হবে: "سبوح قدوس رب الملائكة والروح" এর পর নিজের মনের আশা ব্যক্ত করে দোয়া করতে হবে।

রজব মাসের প্রথম বৃহস্পতিবারের দিবাগত রাতকে লাইলাতুর রাগায়েব বলা হয়। এই রাতে মহান আল্লাহ তার বান্দার বড় বড় সব দোয়া কবুল করে থাকেন।

তবে একজন বিজ্ঞ মানুষ সর্বদা এমন দোয়া করে যা তার দুনিয়া এবং আখিরাত উভয় জাগাত কাজে লাগবে। যেমন: জনসেবার জন্য আল্লাহর কাছে অর্থবিত্ত চাওয়া ভাল কাজ। মানুষের সেবা করার জন্য ক্লিনিট, স্কুল, মসজিদ মাদ্রাসা এবং ইয়াতিমখানা গড়ে তোলাও হচ্ছে ভাল কাজ।

তবে একজন মুত্তাকি পরহেজগার বান্দার কাজ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য সব কিছু করা। আর আল্লাহর কাছে এটা চাওয়া যে হে আল্লাহ ! আপনি যাতে খুশি আমি যেন শুধূ তাই করতে পারি সেই ততৌফিক চাওয়া। আর আল্লাহ যাতে অখুশি তা পরিত্যাগ করা।

আর যারা ইমাম মাহদীর প্রকৃত অনুসারী তারা এই রাত্রে শুধুমাত্র আল্লাহর কাছে ইমাম মাহদীর আবির্ভাবের জন্য এবং তার সৈনিক হওয়ার জন্য দোয়া করে। কেননা ইমাম মাহদীর আবির্ভাব হলে আর কোন সমস্যা থাকবে না।

captcha