IQNA

বিগত ৬ মাসে ফিলিস্তিনের ৩৫৩৩ নাগরিক গ্রেফতার

15:00 - July 11, 2018
1
সংবাদ: 2606188
আন্তর্জাতিক ডেস্ক: বিগত ৬ মাসে ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ৩৫৩৩ জন নাগরিককে গ্রেফতার করেছে।


বার্তা সংস্থা ইকনা: ফিলিস্তিনি বন্দিদের ক্লাব এবং ফিলিস্তিনি মানবাধিকার ইন্সটিটিউট ঘোষণা করেছে: ২০১৮ সালের শুরু থেকে এ পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সেনারা ফিলিস্তিনের ৩৫৩৩ জন নাগরিককে গ্রেফতার করেছে।
এসকল বন্দীদের মধ্যে ৬৫১ জন শিশু এবং ৬৩ জন নারী রয়েছে। এছাড়াও ৪ জন সাংবাদিককেও বন্দি করেছে ইসরাইলি সেনারা রয়েছে।
এসকল বন্দীরা ফিলিস্তিনের বিভিন্ন অঞ্চল বিশেষ করে জেরুজালেম, রামাল্লা, আল-খালিল, জেনিন, বাইতুল লাহাম, নাবলুস, তুলকারাম, ক্বালক্বিলা, টোবাস, সালাফিট, জেরিকো এবং গাজার বাসিন্দা।
প্রতিবেদন অনুযায়ী, ২৮শে জুন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের কারাগারে ৬০০০ ফিলিস্তিনি বন্দী আটক রয়েছে।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
nwrqdsnm
0
0
20
captcha