IQNA

শীঘ্রই কার্যকর হবে;

দায়েশের ৩০ জন সন্ত্রাসীর বিচার করবে মিশরীয় আদালত

23:56 - July 15, 2018
সংবাদ: 2606224
আন্তর্জাতিক ডেস্ক: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ যোগদানের অভিযোগে মিসরের ৩০ জন নাগরিকের বিচারকার্যের দ্বিতীয় অধিবেশন ২১শে জুলাই অনুষ্ঠিত হবে। মিশরের ক্রিমিনাল কোর্টে এসকল অভিযুক্তদের বিচার করা হবে।

দায়েশের ৩০ জন সন্ত্রাসীর বিচার করবে মিশরীয় আদালত
বার্তা সংস্থা ইকনা: শনিবার (১৪ই জুলাই) এসকল অভিযুক্তদের বিচারকার্যের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
অ্যাটর্নি জেনারেল অভিযুক্ত ৩০ জনের ব্যাপারে অধিক তদন্ত করে তাদেরকে সুপ্রিম কোর্টে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন। অভিযুক্তদের বিচারকার্যের দ্বিতীয় অধিবেশন ২১শে জুলাই অনুষ্ঠিত হবে।
মিশরের এসকল নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী গঠন এবং দাশেরে চিন্তাভাবনা প্রচারণা, দায়েশকে আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য দিয়ে তাদেরকে সজ্জিত করা, গির্জা এবং খ্রিস্টানদের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড আঞ্জাম দেওয়া, নিজেদের তথাকথিত সরকার গঠন এবং সিরিয়া ও লিবিয়াতে দায়েশ তথা আইএসের ক্যাম্পে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করা সহ অন্যান্য বিষয়ে অভিযোগ আনা হয়েছে।
iqna

 

captcha