IQNA

নিরাপত্তা বাহিনীতে কত মুসলিম চাকরি পেয়েছে: মোদির প্রতি ওয়াইসি

22:45 - July 17, 2018
সংবাদ: 2606231
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, আধাসামরিক বাহিনী সিআরপিএফ ও বিএসএফে কত মুসলিমকে নিয়োগ করা হয়েছে?


বার্তা সংস্থা ইকনা: আজ (মঙ্গলবার) গণমাধ্যমে প্রকাশ, তেলেঙ্গানা রাজ্যে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই প্রশ্ন করেন।

ওয়াইসি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই অনুগ্রহ করে বলবেন কী আপনার বিগত চার বছরের শাসনামলে সিআরপিএফ ও বিএসএফে কত মুসলিম চাকরি পেয়েছে? কত মুসলিম র‍্যাপিড অ্যাকশন ফোর্স (র‍্যাফ) ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীতে (আইটিবিপি) চাকরি পেয়েছে? আমি আপনাকে এক সপ্তাহ সময় দেবো। অনুগ্রহ করে বলুন, এ সকল সংস্থায় কতজন মুসলিম চাকরি পেয়েছেন?’

তিনি বলেন, রেকর্ড বলছে, সিআইএসএফে মাত্র ৩.৭ শতাংশ মুসলিম। সিআরপিএফে মাত্র ৫.৫ শতাংশ মুসলিম, র‍্যাফে মাত্র ৬.৯ শতাংশ মুসলিম আছে।’

ওয়াইসি বলেন, ‘গোটা ভারতে বিজেপি’র ১৪১৮ বিধায়ক আছে, এরমধ্যে কতজন মুসলিম আছেন, মোদিজি বলুন? সবার সঙ্গে সবার উন্নয়নের কথা বলা, বড় বড় কথা বলা প্রধানমন্ত্রী বলুন, কত মুসলিম আছেন? বলতে পারবেন না। উত্তর প্রদেশে বিজেপি’র ৩১২ বিধায়ক আছেন, কিন্তু এরমধ্যে একজনও মুসলিম নেই। একজনকেও নির্বাচনে টিকিটও দেয়া হয়নি! কর্ণাটককে টিকিট দেয়া হয়নি, গুজরাটেও টিকিট দেয়া হয়নি। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলছেন, উনি মুসলিম নারীদের প্রতি সুবিচার করতে চান। কিন্তু কোন সুবিচারের কথা বলা হচ্ছে? আমাদের সমস্ত ক্ষেত্রে দাবিয়ে রাখার চেষ্টা হচ্ছে।’

আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘পশ্চিমবঙ্গে এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় প্যান্ডেল ভেঙে পড়ায় কিছু মানুষ আহত হলে প্রধানমন্ত্রী তাদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন। এটা সঠিক কাজ। গণমাধ্যমের কিছু লোক বলছেন, প্রধানমন্ত্রী আহতদের দেখতে গিয়ে কেঁদে ফেলেছিলেন। আমি প্রধানমন্ত্রীকে একটি সাধারণ প্রশ্ন করতে চাই, আপনি কী কেবল ওই সমস্ত লোকের প্রতি সহানুভূতি দেখাবেন, যারা আপনার সমাবেশে ভাষণ শুনতে যায়? আপনি কী কেবল ওই সকল লোকের প্রধানমন্ত্রী?’

ওয়াইসি স্বঘোষিত গোরক্ষকদের হাতে গণপিটুনিতে নিহতদের কথা উল্লেখ করে বলেন, ‘আপনি কী আলিমুদ্দিন আনসারির প্রধানমন্ত্রী নন? আপনার সমাবেশে অংশ নেয়া আহতদের ক্ষত দেখে যদি আপনি কাঁদেন, তাহলে হাপুড়ের ঘটনার সময় আপনার সহানুভূতি কোথায় ছিল? যখন মারমুখী জনতা গণপিটুনিতে কাশিমকে হত্যা করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? যারা নিরপরাধ মানুষদের হত্যা করেছিল, তারা মাত্র কিছুদিনের মধ্যেই জামিন পেয়েছে, এজন্য আপনিও দায়ী।’

ওয়াইসির মন্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র তাকে ‘জিন্নাহবাদী’ বলে অভিহিত করেছেন। জিন্নাহবাদী মতাদর্শে দেশ এগিয়ে যাবে না বলেও সম্বিত পাত্র মন্তব্য করেন। পার্সটুডে

captcha