IQNA

প্রতি ৫ সেকেন্ডে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে: জাতিসংঘ

8:55 - September 14, 2018
সংবাদ: 2606718
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের বিশ্ব খাদ্য প্রোগ্রামের নির্বাহী (WFP) পরিচালক "ডেভিড ব্যাশলি" ঘোষণা করেছেন, বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে।


বার্তা সংস্থা ইকনা: ইতালির রাজধানী রোমে জাতিসংঘের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক "জোসে গারাজিয়ানো ডাসিলভা বলেছেন, ক্ষুধার যন্ত্রণায় যারা ভুগছে, তৃতীয়বারের মতো তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গত বছর ক্ষুধার যন্ত্রণায় যারা ভুগছেন তাদের সংখ্যা ৮২১ মিলিয়নের অধিক হবে। একথা উল্লেখ করে তিনি বলেন: এর অর্থ এটি হচ্ছে যে, বিশ্বে প্রতি ৯ জনের মধ্যে একজন অপুষ্টিতে ভুগছে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক ঘোষণা করেন: ৫ বছরের কম বয়সী ১৫১ মিলিয়ন শিশু অপুষ্টিতে ভুগছে এবং দারিদ্রসীমার মধ্যে বসবাস করছে।
এব্যাপারে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিড ব্যাশলি বলেন: বিশ্বে প্রতি ৫ সেকেন্ডে একটি শিশু ক্ষুধায় মারা যাচ্ছে।
iqna

 

captcha