IQNA

মিশরে জাতীয় কুরআন প্রতিযোগিতায় ১২০০ প্রতিযোগীর অংশগ্রহণ

19:36 - September 14, 2018
সংবাদ: 2606720
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের আল-আজহারের পক্ষ থেকে পঞ্চমতম জাতীয় কুরআন প্রতিযোগিতায় ১২০০ প্রতিযোগী অংশগ্রহণ করেছে।


বার্তা সংস্থা ইকনা: মিশরের আল-আজহারের আওতাধীন নূরুল কুরআন" কিন্ডারগার্টেনের পক্ষ থেকে পঞ্চমতম জাতীয় কুরআন প্রতিযোগিতায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতায় মিশরের বিভিন্ন প্রদেশ থেকে ১২০০ প্রতিনিধি অংশগ্রহণ করেছে।
মিশরীয় নুর রহমত ফাউন্ডেশন
উক্ত কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মিশরের নুর রহমত দাতব্য ফাউন্ডেশনের সহযোগিতায় ১ম সেপ্টেম্বর শুরু হয়েছে এবং একাধারে ৭ম সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত ছিল।
মিশরের জিযাহ প্রদেশের এনডাওমেন্টের আওতাধীন বেশ কয়েক জন পেশ ইমাম ও মুবাল্লিগ এই প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় কুরআন প্রতিযোগিতার প্রাথমিক স্তরের পর্ব কুরআন তিলাওয়াত এবং তাওয়াশি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক পর্ব থেক ৭০ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয়েছে।
চূড়ান্ত পর্বে শীর্ষ স্থানে উত্তীর্ণ ৩০ জন নারী ও পুরুষকে বিজয়ী হিসেবে ঘোষণা কারা হয়েছে এবং তাদেরকে মূল্যবান পুরস্কারে ভূষিত করা হয়েছে।
iqna

 

captcha