IQNA

শুদ্ধ কুরআন তিলাওয়াত প্রকল্পকে স্বাগত জানিয়েছেন জিয়ারতকারীগণ

22:21 - November 19, 2018
সংবাদ: 2607279
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের সামার্রা শহরে ইমাম হাসান আসকারীর (আ.) মাযার জিয়ারতকারীদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াতের জন্য ৫টি কুরআনিক স্টল চালু করা হয়েছে। জিয়ারতকারীগণ এসকল কুরআনিক স্টলকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: ইমাম হাসান আসকারী (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে তাঁর মাযারের পক্ষ থেকে এসকল কুরআনিক স্টল চালু করা হয়েছে। স্টলগুলো চালু করার জন্য কারবালায় হযরত আব্বাস (আ.)এর মাযার সহযোগিতা করেছে। তিন দিন পর্যন্ত স্টলগুলো চালু ছিল।
এসকল স্টলে পবিত্র কুরআনে ৩০ জনের অধিক শিক্ষক উপস্থিত রয়েছেন। শিক্ষকমণ্ডলী জিয়ারতকারীদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত প্রশিক্ষণ দিচ্ছেন।
হযরত আব্বাস (আ.)এর মাযারের কুরআনিক ইন্সটিটিউট বোর্ডের কর্তৃপক্ষ সাইয়্যেদ মোন্তাজার মাশায়েখী এ ব্যাপারে বলেন: ইরাক সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত জিয়ারতকারীগণ এসকল কুরআনিক স্টলকে ব্যাপকভাবে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেন: জিয়ারতকারীগণ স্টলসমূহে উপস্থিত হয়ে প্রথমে কুরআন তিলাওয়াত করেন এবং যদি তাদের তিলাওয়াতের ক্ষেত্রে কোন ভুল থাকে তাহলে কুরআনের দক্ষ শিক্ষকগণ সেসকল ভুল ধরিয়ে দেন এবং তা শুদ্ধ করে দেন।
iqna

captcha