IQNA

ইমাম আলী (আ.)এর চিঠি মালায় ভাষায় অনুবাদ ও প্রকাশ

20:18 - November 20, 2018
সংবাদ: 2607287
আন্তর্জাতিক ডেস্ক: মালেক আশতারের নিকটে লেখা ইমাম আলী (আ.)এর ঐতিহাসিক চিঠিটি মালয়েশিয়ায় মালায় ভাষায় অনুবাদ ও প্রকাশ হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ায় "সাইয়্যেদানা আলী ইবনে আবি তালিবের চিন্তাধারা" শীর্ষক সেমিনারে এই মালায় ভাষায় অনুদিত এই চিঠির মোড়ক উন্মোচন করা হয়েছে।
মালয়েশিয়ার সাদাত সিলসিলা ইন্সটিটিউটের পক্ষ থেকে এবং সেদেশের ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যাডভান্সড স্টাডিজের সহযোগিতায় "সাইয়্যেদানা আলী ইবনে আবি তালিবের চিন্তাধারা" শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীর্ষক সেমিনারটি ১৭ই নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সেদেশের সংস্কৃতি ও বিজ্ঞ ব্যক্তিমণ্ডলীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে ইমাম আলী (আ.)এর ব্যক্তিত্ব ও চিন্তাধারা নিয়ে বক্তৃতা পেশ করেনে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সমাজবিজ্ঞানী ফরিদ আল-আতাস এবং মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলাম একাডেমীর অধ্যাপক আহমেদ ফয়সাল আব্দুল হামিদ।
এই সেমিনারে "সিলসিলাতুস সাদাত" ইন্সটিটিউটের পক্ষ থেকে প্রকাশিত মালেক আশতারের নিকটে লেখা ইমাম আলী (আ.)এর ঐতিহাসিক চিঠির মোড়ক উন্মোচন করা হয়েছে।
iqna

 

 

captcha