IQNA

আফগানিস্তানে বিগত ১০ দিনে

গাজনিতে তালেবানের পুনরায় হামলা

23:57 - November 20, 2018
সংবাদ: 2607290
আন্তর্জাতিক ডেস্ক: বিগত ১০ দিন পূর্বে আফগানিস্তানের গাজনিতে সন্ত্রাসী গোষ্ঠী তালেবান হামলা চালিয়েছিল। প্রথম হামলার ১০ দিন অতিবাহিত না হতেই গতরাতে উক্ত শহরে পুনরায় হামলা চালিয়েছে এই সন্ত্রাসী গোষ্ঠী।

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসী গোষ্ঠী তালেবান গতরাতে (১৯শে নভেম্বর) গাজনি শহরের জঘুরি অঞ্চলে হামলা চালিয়েছে। এই এলাকা আফগানিস্তানের জাবুল প্রদেশের পাশে অবস্থিত। এই হামলায় তালেবানের সদস্যরা আফগানিস্তানের স্বেচ্ছাসেবী ও নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের মুখোমুখি হয়েছে।
গাজনি শহরের সংসদ প্রতিনিধিদলের সদস্য মুহাম্মাদ আরেফ রাহমানী এ ব্যাপারে বলেন: গত রাতে আফগানিস্তানের বনভূমি থেকে তালেবানের সন্ত্রাসীরা বাবেহ ও হিচেহ এলাকার সীমান্তে আক্রমণ করেছে। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর প্রতিরোধের সম্মুখীন হয়।
তিনি বলেন: এসকল সন্ত্রাসীদের মোকাবিলা করার জন্য নিরাপত্তা বাহিনীর সহায়তায় ক্ষেত্রে চেহেল বাগোটো এলাকার মানুষ এগিয়ে আসে।

উল্লেখ্য, সন্ত্রাসী গোষ্ঠী তালেবানের সদস্যরা ৯ম নভেম্বর ২২টায় গাজনি শহরের মালিস্তান ও জাহুরী এলাকা হামলা চালিয়েছিল। গত ১৮ বছরে এলাকাটি তালেবান আক্রমণ থেকে সুরক্ষিত ছিল। এই এলাকাটি মূলক এক শিয়া অধ্যুষিত এলাকা।

iqna

 

 

captcha