IQNA

ভারতীয় ক্বারিদের প্রশিক্ষণ দেয়ার জন্য ইরানের কুরআনিক অধ্যাপকদের আমন্ত্রণ

23:00 - November 26, 2018
1
সংবাদ: 2607358
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের এক ক্বারি বলেছেন: পবিত্র কুরআন শিক্ষা দেয়ার জন্য ভারতে কুরআনিক বিশেষজ্ঞ এবং অধ্যাপকের অনেক ঘাতটি রয়েছে। এই ঘাতটি পূরণের জন্য তিনি কুরআনিক কর্মকর্তাদের নিকটে ইরানের কুরআনিক অধ্যাপকদের আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন।

ভারতের মুজাফ্ফরনগরের ওয়াকফ দারুল উলুম মাদ্রাসার ছাত্র মুহাম্মাদ জুবায়ের বার্তা সংস্থা ইকনা'র সাথে এক সাক্ষাৎকারে বলেন: আমি দ্বিতীয়বারের মতো ভারতের জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। ভারতে বিভিন্ন কুরআনিক কর্মসূচির মধ্যে এই প্রতিযোগিতাটি অন্যতম। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে একজন প্রতিযোগী বিভিন্ন ধরনের তথ্য ও অভিজ্ঞতা সংগ্রহ করে থাকেন।
এই প্রতিযোগিতার বিচারকদের তারিফ করে তিনি বলেন: প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর নিকটে আহ্বান জানায়, প্রতিযোগীদের তিলাওয়াত শেষে তারা তিলাওয়াতের যেসকল স্থানে ভুল হয় সেগুলো যেন প্রতিযোগীদের ধরিয়ে দেন। এর মাধ্যমে তারা তাদের ভুল সম্পর্কে অবগত হবে এবং পরবর্তীতে তারা আরও অধিক সতর্ক হবে।
ভারতে অনুষ্ঠিত জাতীয় কুরআন প্রতিযোগিতার প্রতিযোগী মুহাম্মাদ জুবায়ের সেদেশে কুরআনের দক্ষ শিক্ষকের অভাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছেন: আমি দীর্ঘ দশ বছর যাবত কুরআন তিলাওয়াতের উপর কাজ করে আসছি। তবে এখনও পর্যন্ত কুরআনিক বিশেষজ্ঞ কোন অধ্যাপকের উপস্থিতিতে কুরআন তিলাওয়াতের চর্চা করিনি। প্রকৃতপক্ষে ভারতে কুরআনিক বিশেষজ্ঞসম্পন্ন অধ্যাপকের সংখ্যা অনেক কম। আমি মিশরের ক্বারিদের কুরআন তিলাওয়াত শুনে অনুশীলন করি।
সর্বশেষে তিনি ভারতের কুরআনিক কর্মকর্তাদের নিকটে ভারতের ক্বারিদের জন্য তিলাওয়াত প্রশিক্ষণ কোর্স এবং কুরআন তিলাওয়াতের ক্লাস নেয়ার জন্য ইরানের কুরআনিক অধ্যাপকদের আমন্ত্রণ জানানোর আহ্বান জানিয়েছেন।
iqna

 

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
yxrihxot
0
0
20
captcha