IQNA

ইরান ও প্রতিরোধ ফ্রন্ট আধিপত্যবাদী বিশ্বকে হতবাক করে দিয়েছে: তোরাবি ফার্‌দ

20:59 - January 11, 2019
সংবাদ: 2607727
আন্তর্জাতিক ডেস্ক: তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব বলেছেন, ইরানের ইসলামি প্রজাতান্ত্রিক ব্যবস্থা এবং প্রতিরোধ ফ্রন্ট আধিপত্যবাদী বিশ্বকে হতবাক করে দিয়েছে।

পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন সাইয়্যেদ মুহাম্মাদ হাসান আবু তোরাবি ফার্‌দ আধিপত্যবাদী শক্তিকে এরকম পরিস্থিতিতে ফেলতে পারাকে ইরানের পূণ্য কাজের ফল বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ইসলামী এবং মানব সমাজের মর্যাদা,সম্মান আরও বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দিতে হবে।

ইসলামি সমাজ ব্যবস্থা সুনির্দিষ্ট লক্ষ্যে বিচক্ষণতার সাথে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কথা ভাবে। তবে উন্নয়নের ব্যাপারে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইসলামি সমাজ ব্যবস্থার দৃষ্টিভঙ্গিগত পার্থক্য রয়েছে বলে বিশিষ্ট এই আলেম মন্তব্য করেন।

ইরানের সাবেক প্রেসিডেন্ট এবং নীতি নির্ধারণী পরিষদের প্রধান মরহুম আয়াতুল্লাহ হাশেমি রাফসানজানির মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। ২০১৭ সালের ৮ জানুয়ারিতে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।

iqna

captcha