IQNA

আফগানিস্তানে দায়েশের ৪০ সদস্য গ্রেফতার

21:53 - January 13, 2019
সংবাদ: 2607734
আন্তর্জাতিক ডেস্ক: ন্যাটো বাহিনী আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদগিস প্রদেশে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের ৪০ জন সদস্যকে গ্রেফতার করেছে।

বার্তা সংস্থা ইকনা: বাদগিস প্রদেশের প্রেস অফিসের ঘোষণা করেছে আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাদগিস প্রদেশের জুনাদ শহরের 'পাঞ্জ বোয' অঞ্চলে আকাশ পথে এক অপারেশন চালিয়েছে। এই অপারেশনে সশস্ত্র তালেবানের ১৮ জন এবং সশস্ত্র দায়েশের ১০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়াও দায়েশ তথা আইএসের ৪০ জন সদস্যকে গ্রেফতার করেছে।
ন্যাটো বাহিনীর যোদ্ধা জেটস গতরাতে (১২ই জানুয়ারি) এক সামরিক অভিযানে দায়েশের মুল আস্তানায় হামলা চালিয়ে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করেছে।
উল্লেখ্য, এই পূর্বেও ন্যাটোর সদস্যা এধরণের হামলা চালিয়েছে। এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে ঘোষণা করেছে, সেদেশের সামরিক বাহিনীর সদস্যদের সন্ত্রাস বিরোধী হামলায় সন্ত্রাসী গোষ্ঠী তালেবান ও দায়েশের ৪৩ জন সদস্য নিহত হয়েছে।
iqna

 

captcha