IQNA

ইমাম মাহদীর রাষ্ট্র সম্পর্কে পবিত্র কুরআনের প্রতিশ্রুতি

21:59 - January 14, 2019
সংবাদ: 2607740
সূরা কাসাসের ৫ নং আয়াতে বলা হয়েছে, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ পৃথিবীতে যাদেরকে দুর্বল করা হয়েছিল, আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার, তাদেরকে নেতা করার এবং তাদেরকে পৃথিবীর উত্তরাধিকারী করার।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম বাকের ও সাদিক (আ.) এই আয়াত সম্পর্কে বলেছেন: আয়াতটি বিশেষত ইমাম মাহদী (আ.)কে কেন্দ্র করেই অবতীর্ণ হয়েছে, কেননা তাঁর মাধ্যমেই স্বৈরাচারী এবং ফেরাউনের ন্যায় দাবীকারী খোদাদের পতন ঘটবে এবং তিনিই হবেন পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত সারা বিশ্বের শাসক তিনি পৃথিবী থেকে জুলুম অত্যাচারকে দূরীভূত করবেন এবং পৃথিবীকে ন্যায় দ্বারা পূর্ণ করে দিবেন। (তাফসীরে বোরহান, খণ্ড ৩, পৃষ্ঠা ২২০, হাদিস নং ১২)

সূরা নূরের, ৫৫ নং আয়াতে বলা হয়েছে: তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে, আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছেন যে, তাদেরকে অবশ্যই পৃথিবীতে শাসনকর্তৃত্ব দান করবেন। যেমন তিনি শাসনকতৃত্ব দান করেছেন তাদের পূর্ববর্তীদেরকে এবং তিনি অবশ্যই সুদৃঢ় করবেন তাদের ধর্মকে, যা তিনি তাদের জন্যে পছন্দ করেছেন এবং তাদের ভয়-ভীতির পরিবর্তে অবশ্যই তাদেরকে শান্তি দান করবেন। তারা আমার এবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক করবে না।

ইমাম জাফর সাদিক (আ.) এই আয়াত সম্পর্কে বলেছেন: আয়াতটি ইমাম মাহদী এবং তাঁর সাহাবীদেরকে উদ্দেশ্যে করে নাযিল হয়েছে। (আল মোহাজ্জা, পৃষ্ঠা নং ২৬৩, আল গায়বা, পৃষ্ঠা ১২৬)

ইমাম বাকের (আ.) বলেছেন: যখন ইমাম মাহদী (আ.) আবির্ভূত হবেন তখন সকল বাতিল শাসন ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। (রওযাতুল কাফি, পৃষ্ঠা ২৮৭)

হযরত আলী(আ.) সূরা দুখান(ধোয়া) সম্পর্কে বলেছেন, ইমাম মাহদীর আগমনের পূর্বে বিশ্ব ধোয়ায় ভরে যাবে। সূরা দুখানেও সেই বিষয়টির প্রতিই ইঙ্গিত করা হয়েছে।

ইমাম মাহদী(আ.) সকল ইমামগণের ন্যায় মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতি বিশেষ গুরুত্ব দিবেন। আর এই পথে তাকে সাহায্য করবেন ১০ হাজার সৈন্য তার মধ্যে থাকবে ৩১৩ জন বিশেষ সৈন্য যার মধ্যে ৪০ জন হবে ইরান থেকে।

captcha