IQNA

গণ অনুষ্ঠান ছাড়াই ইমাম হুসাইনের (আ.) মাযারে শোক পতাকা উড্ডয়ন করা হবে

18:56 - August 11, 2020
সংবাদ: 2611298
তেহরান (ইকনা): এই বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনগণের উপস্থিতি ছাড়াই ইমাম হুসাইন (আ.)এর মাযারের গম্বুজে মহররম মাসের শোক পতাকা উড্ডয়ন করা হবে।

ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের কর্তৃপক্ষ সোমবার ঘোষণা করেছেন: এ বছর কোন প্রকার গণ অনুষ্ঠান ছাড়াই ইমাম হুসাইন (আ.)এর গম্বুজের শোক পতাকা উড্ডয়ন করা হবে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের মাওকেবসমূহের সমন্বয় কেন্দ্রের প্রধান “ফাজেল আবু দাকেহ” এক বিবৃতিতে বলেছেন: করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ধর্মীয় আলেমদের আদেশ মেনে স্বাস্থ্যসেবা বাস্তবায়নের জন্য এ বছর ইমাম হুসাইন (আ.)এর মাযারের গম্বুজে মহররম মাসের শোক পতাকা কোন প্রকার গণ অনুষ্ঠান ছাড়াই উড্ডয়ন করা হবে।

তিনি বলেন: ইমাম হুসাইন (আ.)এর মাযারের পরিচালকের সাথে মাযারের অন্যান্য কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী এবং মাওকেবসমূহের (স্থায়ী ও অস্থায়ী খিমা বা তাঁবু) মালিকগণ এবং বিভিন্ন আঞ্জুমানের প্রধানদের সাথে এক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের এই কর্তৃপক্ষ আরও বলেন: : ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে লাল পতাকা পরিবর্তন করে কালো পতাকা উড্ডয়নের অনুষ্ঠানটি জনগণের উপস্থিতি ব্যতীত মহররম মাসের প্রথম রাতে মাগরিব ও এশার নামাজের পরে অনুষ্ঠিত হবে।  iqna

 

 

captcha