IQNA

কংগ্রেসনাল আসনের প্রাইমারি নির্বাচনে ইলহান ওমরের বিজয়

0:06 - August 13, 2020
সংবাদ: 2611310
তেহরান (ইকনা): আসন্ন নির্বাচনে দলীয় টিকেট নিশ্চিত করেছেন ডেমোক্রেট পার্টির অন্যতম পরিচিত মুখ ইলহান ওমর।

নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, মঙ্গলবার মিনেসোটা ফিফথ ডিস্ট্রিক্টের প্রাইমারিতে ৫৭ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে নিজের কংগ্রেসনাল আসনের প্রাইমারিতে জয়ী হন ইলহান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্টন মেল্টন-মিউক্স পেয়েছেন ৩৯ দশমিক ৪ শতাংশ ভোট।

প্রাইমারিতে জেতার কারণে নভেম্বরে তার আসনের প্রতিনিধি পরিষদের নির্বাচনেও ইলহান জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে। মিনেসোটা ফিফথ ডিস্ট্রিক্টটি ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

প্রতিনিধি পরিষদের যে চার নারী ডেমোক্রেটকে ‘স্কোয়াড’ নামে ডাকা হচ্ছে তাতে ইলহান ছাড়াও মিশিগানের রাশিদা তালিব, নিউ ইয়র্কের ওকাসিও-কর্টেজ এবং ম্যাসাচুসেটসের আয়ানা প্রেসলি আছেন। প্রাইমারিতে জেতার পর সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন ৩৭ বছর বয়সী ইলহান।

উল্লেখ্য, ইলহান ওমর হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবার নির্বাচিত দুই মুসলিম নারীর একজন যিনি হিজাব পরে কংগ্রেসে যোগ দেন। এছাড়া তিনি কুরআনে হাত রেখে শপথ নিয়ে যুক্তরাষ্ট্রে ইতিহাস রচনা করেছিলেন।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম নারী হিসাবে ২০১৮ সালে কংগ্রেসের প্রতিনিধিত্ব করার জন্য ইলহান ওমর নির্বাচনে দাঁড়ান এবং ঐ নির্বাচনে তিনি ইতিহাস রচনা করেন এবং সেদেশে এটি ব্যাপকভাবে প্রতিফলিত হয়েছিল।  iqna

captcha