IQNA

মাত্র পাঁচ মাসে কুরআন হেফজ করলেন স্কুল শিক্ষার্থী নাদিয়া

20:21 - November 02, 2021
সংবাদ: 3470908
তেহরান (ইকনা):মাত্র পাঁচ মাসে পবিত্র কুরআন মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছেন স্কুল শিক্ষার্থী নাদিয়া সুলতানা আজিজা। করোনাকালীন অবসরকে কাজে লাগিয়ে সে কোরআন হিফজ করে।
নাদিয়া চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব ইলশা গ্রামের মাওলানা নুরুন্নবী আজিজীর মেয়ে। সে দারুল কারিম মাদরাসার মহিলা হিফজখানার ছাত্রী নাদিয়া সুলতানা আজিজা। সে বাঁশখালী পৌরসভার দারুল কারিম মহিলা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছে।
 
স্থানীয় সূত্রগুলো জানায়, নাদিয়া একজন স্কুল শিক্ষার্থী। সে রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। করোনা মহামারির কারণে স্কুল বন্ধ হয়ে গেলে নাদিয়ার বাবা তাকে দারুল কারিম মাদরাসায় ভর্তি করিয়ে দেন। গত বছরের অক্টোবর মাসে হিফজখানায় ভর্তি হওয়ার পর স্বল্প সময়ে নাজেরা শেষ করে। এরপর চলতি বছরের ৩০ মে তার হিফজের সবক শুরু হয়। মোট পাঁচ মাস (১৫০ দিন) তার হিফজ সম্পন্ন হয়।
 
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় নাদিয়া সুলতানা আজিজা স্কুল থেকে এসে মাত্র পাঁচ মাসে হিফজ সম্পন্ন করেছে। গতকাল (১ নভেম্বর) সোমবার তার হিফজের সবক সম্পন্ন হয়। পাঁচ মাস আগে বিগত ৩০ মে তার হিফজের সবক শুরু হয়েছিল। ১১ বছরের শিশু নাদিয়া স্কুলে এবার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তারা মনে করেন, মাত্র পাঁচ মাসে একজন স্কুল শিক্ষার্থীর কোরআন হিফজ করার বিরল কৃতিত্ব অনেকের হৃদয়ে নাড়া দেবে। অনেকে সন্তানকে কোরআন হিফজ করতে উৎসাহ বোধ করবে।
 
উল্লেখ্য, বাঁশখালী জলদি দারুল কারিম মাদরাসার হিফজ বিভাগে বর্তমানে তিনজন শিক্ষিকার অধীনে ৬৫ জন শিক্ষার্থী হিফজ করছে।
সূত্র: কালের কণ্ঠ
captcha