IQNA

মার্কিন দূতাবাস দখল বার্ষিকী উপলক্ষে;

বাইডেনের বক্তৃতায় রায়িসির কটাক্ষ প্রতিক্রিয়া; ইরান আর কখনো তোমাদের দুগ্ধ দানকারী গাভী হবে না

19:50 - November 04, 2022
সংবাদ: 3472761
তেহরান (ইকনা): ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার মার্কিন সমকক্ষ জো বাইডেনকে উদ্দেশ করে বলেছেন, ইরানি জনগণ আজ নয় ৪৩ বছর আগে মার্কিন আধিপত্য থেকে স্বাধীনতা অর্জন করেছে। কাজেই তাদের নতুন আর স্বাধীন হওয়ার প্রয়োজন নেই।
ইরান শিগগিরই স্বাধীন হতে যাচ্ছে বলে জো বাইডেন দাবি করার পর প্রেসিডেন্ট রায়িসি এ মন্তব্য করলেন। বাইডেন গতকাল (বৃহস্পতিবার) ক্যালিফোর্নিয়ায় এক নির্বাচনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমরা ইরানকে মুক্ত করব। ইরানের বিক্ষোভকারীরা তাদের দেশকে অচিরেই স্বাধীন করবে।” তিনি ইরানে কিছু নৈরাজ্য সৃষ্টিকারীর প্রতি ইঙ্গিত করে তাদেরকে বিক্ষোভকারী হিসেবে উল্লেখ করেন।
 
এর জবাবে আজ (শুক্রবার) রায়িসি বলেন, “আমি কয়েক ঘণ্টা আগে জানতে পারলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি বলেছেন, আমরা (আমেরিকা) ইরানকে মুক্ত করব।” রায়িসি আরো বলেন, “ইরান ৪৩ বছর আগে স্বাধীন হয়েছে এবং আর কোনোদিন মার্কিন আধিপত্যে ফিরে যাবে না। আমরা আর কখনো তোমাদের দুগ্ধ দানকারী গাভী হবে না।”
 
ইরানের রাজধানী তেহরানে মার্কিন দূতাবাস দখলের বার্ষিকী উপলক্ষে সমবেত জনতার উদ্দেশে প্রেসিডেন্ট রায়িসি আরো বলেন, আজ মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করার দিন। ইমাম খোমেনীর (রহ.) ভাষায় ‘বড় শয়তান’ আমেরিকা তার স্বার্থে বিশ্বের জাতিগুলোকে প্রয়োজনে ধ্বংস করে দিতেও কুণ্ঠাবোধ করবে না। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজকের এই দিনে ইরানি ছাত্ররা যদি গুপ্তচরবৃত্তির আখড়া হিসেবে ব্যবহৃত মার্কিন দূতাবাস দখল না করতেন তাহলে ইরানের ইসলামি বিপ্লব অসম্পূর্ণ রয়ে যেত।
captcha