IQNA

রুশ কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ইরানের হোসেইনি

16:57 - November 22, 2022
সংবাদ: 3472863
তেহরান (ইকনা): রাশিয়ায় অনুষ্ঠিত মস্কো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ২০তম আসরে তৃতীয় স্থান অধিকার করেছেন ইরানি তেলাওয়াতকারী সৈয়দ মোস্তফা হোসেইনি।
২১টি দেশের প্রতিনিধিরা প্রতিযোগিতায় অংশ নেন। আন্তর্জাতিক এই কোরআন প্রতিযোগিতায় ইরানি ক্বারী সৈয়দ মোস্তফা হোসেইনি তৃতীয় স্থান অধিকার করেন।
 
তুরস্ক এবং মিশর থেকে অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থান লাভ করেন।
 
করোনাভাইরাস মহামারীর কারণে দুই বছর বিরতির পর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।
 
ইসলামী পরিভাষায় ক্বারী বা তেলাওয়াতকারী বলতে বোঝায় যে তাজবিদ বা তিলাওয়াতের সঠিক নিয়ম অনুযায়ী কুরআন তেলাওয়াত করে।
 
সূত্র: মেহর নিউজ
captcha