IQNA

সর্বোচ্চ নেতা;

সাংস্কৃতিক দুর্বলতাগুলোকে সঠিকভাবে চিনতে হবে, সমাধান খোঁজার চেষ্টা করতে হবে 

0:03 - December 07, 2022
সংবাদ: 3472950
তেহরান (ইকনা):ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ইসলামি বিপ্লবের আগে সমাজে 'আমরা পারি না' সংস্কৃতি চালু হয়েছিল, যা ছিল মারাত্মক ভুল ও নেতিবাচক মানসিকতা।
তিনি বলেন, বিপ্লব এই মানসিকতাকে পাল্টে দেয়, যার ফলে স্থানীয় তরুণ বিশেষজ্ঞদের হাতে বাঁধ, বিদ্যুৎ কেন্দ্র ও মহাসড়ক নির্মাণ, তেল ও গ্যাস শিল্পের সরঞ্জাম তৈরি এবং অন্যান্য অনেক অবকাঠামো গড়ে তোলার মতো বড় বড় কাজ সম্পন্ন হয়েছে।
 
তিনি আজ (মঙ্গলবার) ইরানের সর্বোচ্চ সাংস্কৃতিক বিপ্লব পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন।
 
 
সর্বোচ্চ নেতা আরও বলেছেন, ইসলামি বিপ্লব পশ্চিমাদের প্রতি আকর্ষণ ও মোহের সংস্কৃতি পাল্টে পাশ্চাত্যের বিরুদ্ধে প্রতিবাদের সংস্কৃতি চালু করেছে। ইসলামি বিপ্লবের ফলে ব্যক্তি জীবনে অহংকার ও খ্যাতি অন্বেষণের সংস্কৃতিতে পরিবর্তন এসেছে এবং নিঃস্বার্থ আত্মত্যাগের সংস্কৃতি চালু হয়েছে। 4105044
captcha