IQNA

রানি বিলকিসের প্রাসাদ

0:02 - February 06, 2023
সংবাদ: 3473295
তেহরান (ইকনা): রানি বিলকিস ইয়েমেনের সাবা অঞ্চল শাসন করতেন। তবে তিনি আল্লাহর ইবাদত করতেন না। ফলে সুলাইমান (আ.) তাঁকে আনুগত্য স্বীকার করার নির্দেশ দিয়ে চিঠি পাঠান।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি এক নারীকে দেখলাম তাদের ওপর রাজত্ব করছেন। তাঁকে দেওয়া হয়েছে সব কিছু এবং তাঁর আছে এক বিরাট সিংহাসন।’ (সুরা : নামল, আয়াত : ২৩)
 
রানি বিলকিসের প্রাসাদ কোথায় অবস্থিত, তা নিয়েও একাধিক দাবি আছে। এর মধ্যে অধিক গ্রহণযোগ্য মত হচ্ছে, তা ইয়েমেনের মায়ারিবে অবস্থিত। অন্য স্থানগুলো হচ্ছে ইথিওপিয়ার মুঙ্গুর ও ওমানের দাফুর। উল্লিখিত তিন স্থানেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া গেছে।
 
তথ্যসূত্র : মাদায়েন প্রজেক্ট
captcha