IQNA

যে কারণে ইমাম মাহদী শেখ মুফিদের প্রতি সন্তুষ্ট ছিলেন

16:56 - November 30, 2016
সংবাদ: 2602055
আন্তর্জাতিক ডেস্ক: শেখ মুফিদকে ইমাম মাহদী অধিক পছন্দ করতেন এবং তাকে তিনি কয়েকটি চিরকুট লিখেছিলেন। কেননা শেখ মুফিদ ফিলেন অতি পরহেজগার ও মুত্তাকি ব্যক্তি। তিনি তার লেখনির মাধ্যমে শিয়া মাজহাবকে ১ শত বছর এগিয়ে দিয়েছিলেন। শেখ মুফিদ বিভিন্ন ফেরকার লোকদের সাথে আলোচনা করতেন এবং সবার সাথে সুসম্পর্ক গড়ে তুলেছিলেন।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: প্রতিটি গুরুত্বপূর্ণ ব্যক্তি আমাদের জন্য আদর্শ এবং তারা আমাদের জন্য অনেক শিক্ষা রেখে গেছেন। শিয়ারা সর্বদা সংখ্যালঘু ছিল এবং উম্মাইয়া ও আব্বাসীয়রা তাদের উপর অনেক অত্যাচার চারাত। কিন্তু শেখ মুফিদের সময়ে মিয়া বেশ স্বাধীনভাবে জীবন যাপন করতে পেরেছিলেন।

শেখ মুফিদ এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যে তার লেখনির মাদ্যমে তিনি ইমাম মাহদীর মনযোগ আকর্ষণ করতে পেরেছিলেন।

ইমাম মাহদী(আ.) শেখ মুফদকে তিনটি চিরকুট দিয়েছিলেন এবং একটি চিরকুটে তিনি তাকে দ্বীনি ভাই হিসাবে উল্লেখ করেন। অর্থাত শেখ মুফিদ দ্বীল জন্য এত বেশী খেদমত করেছিল যে ইমাম মাহদী তাকে ভাই বলে সম্বোধন করেছিলেন।

এমনকি শেখ মুফিদ খেতাবও ইমাম মাহদী(আ.) তাকে দিয়েছিলেন।

শেখ তুসি এবং ইবনে শাহরে আশুবও মেখ মুফিদের যামানায় বসবাস করতেন। এছাড়া ইবনে হাজার আসকালানি ও ইবনে জৌজিও তার কিতাব পড়ে বলেছিলেন তিনি একজন অসাধারাণ আলেম।

শেখ মুফিদ ৩০০টি গ্রন্থ রচনা করেন এবং শিয়া সুন্নি উভয়েই তার লেখনি থেকে উপকৃত হয়েছিলেন। আর একারনেই ইমাম মাহদীও তার প্রতি সন্তুষ্ট ছিলেন।

captcha