IQNA

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের মুসলিম ছাত্রদের জন্য নামাযখানা

20:08 - December 07, 2016
সংবাদ: 2602109
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম ছাত্রদের নামাযের জন্য একটি কক্ষ বরাদ্দ দিয়েছে ওকলাহোমা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

OUDaily এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র মুঈন আল-কাহিফ বলেন: নামায পড়া ছিল আমার কর্তব্য। এ নামাযখানা আমার কাজকে অনেক সহজ করে দিয়েছে।

তিনি বলেন: এর আগে আমি লাইব্রেরির দু’টি র‌্যাকের মাঝে যে সংকীর্ণ স্থান রয়েছে সেখানে নামায আদায় করতাম। এরপর মুসলিম ছাত্রদের আবেদনের ভিত্তিতে ঐ কক্ষটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে প্রদান করেছে।

ওকলাহোমা বিশ্ববিদ্যালয়ের রিলিজিয়াস স্ট্যাডিজ বিভাগের প্রধান চার্লজ ক্যাম্পবেল বলেন: ইসলাম ধর্মের ৫ ভিত্তির একটি হচ্ছে নামায এবং এ ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমানরা নামাযের সময়ে কিছুক্ষণের জন্য সকল কাজ-কর্ম বন্ধ করে দেয়, যাতে তারা আল্লাহর সাথে থাকতে পারে।

তিনি বলেন: মুসলিম ছাত্রদের জন্য এ নামাযের কক্ষ বরাদ্দ দেয়ার গুরুত্বকে আমি অনুধাবন করি। নামাযের স্থানটি অবশ্যই নিরব ও শান্ত হতে হবে, যাতে নামাযি’র মনোসংযোগ বিচ্ছিন্ন না হয়।#3551949


captcha