IQNA

মসজিদের মিনার নিয়ে সৌদি ব্যবসায়ীর ব্যবসা

0:18 - December 24, 2016
সংবাদ: 2602219
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাযান শহরের দাম্মাদা এলাকার রাস্তার পাশে একটি পেট্রল স্টেশনে মিনার স্থাপন করেছে। দুর থেকে দেখলে এটি যেকেউ মসজিদ মনে করবে, কিন্তু নিকটে গেলে মনে করবে সেটি মসজিদ নয়।
মসজিদের মিনার নিয়ে সৌদি ব্যবসায়ীর ব্যবসা
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের জাযান শহরের দাম্মাদা এলাকার রোডের ভ্রমণকারীরা বলেছে, নামাজের উদ্দেশ্য দুর থেকে মিনারের নিকটে যেয়ে দেখা যায় যে, সেটি মসজিদ নয়। সেটি একটি পেট্রল স্টেশন!

দুর থেকে মিনার দেখে অনেক যাত্রীরাই নামাজের উদ্দেশ্যে সেখানে যায় এবং সেখানে যেয়ে শুধুমাত্র মিনারের চিহ্ন দেখতে পয় এবং মিনারের সাথেই একটি পেট্রল স্টেশন রয়েছে!

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পেট্রল স্টেশনটি পূর্বে একটি মসজিদ ছিল। কিন্তু ব্যবসার জন্য এক ব্যবসায়ী ঐ স্থান ক্রয় করে এবং ঐ এলাকার অন্য স্থানে নতুন এক মসজিদ নির্মাণ করা হয়।

সৌদি ব্যবসায়ী পেট্রল স্টেশন নির্মাণের জন্য পূর্বের মসজিদটি ভাঙ্গার পূর্বে অপর স্থানে একটি মসজিদ নির্মাণ করে।

অথচ অধিক মুনাফার জন্য সৌদি ব্যবসায়ীর নির্দেশে পূর্বের মসজিদের ২০ মিটার উচ্চতাসম্পন্ন মিনারটি এখনও অখ্যাত রয়েছে। যাতে করে এই প্রতারণাপূর্ণ কৌশলের মাধ্যমে দূর থেকে মিনার দেখে ভ্রমণকারীদের আকৃষ্ট করা যায়।

iqna
মসজিদের মিনার নিয়ে সৌদি ব্যবসায়ীর ব্যবসা
captcha